For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে করোনা ভাইরাসের 'পজিটিভিটি রেট' কমছে! পরিসংখ্যানে কোন সংকেত স্পষ্ট

ভারতে করোনা ভাইরাসের 'পজিটিভি রেট' কমছে! পরিসংখ্যানে কোন সংকেত স্পষ্ট

  • |
Google Oneindia Bengali News

এই প্রথমবার দেশে করোনার পজিটিভিটি রেট কমতে শুরু করেছে। মে মাসের পর থেকে এই প্রথম এই লক্ষণ দেখা যাচ্ছে। পরিসংখ্যানে ভারতের ক্ষেত্রে কোন ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে দেখা যাক।

 কীসের বার্তা স্পষ্ট?

কীসের বার্তা স্পষ্ট?

ভারতে এই প্রথম করোনা ভাইরাসের পজিটিভিটি রেট কমছে. যার অর্থ হল , দেশে করোনা পজিটিভের সংখ্যা কমতে শুরু করেছে। টেস্টিং আরও বাড়লে পরিস্থিতি আরও ভালোর দিকে যাবে বলে দাবি বিশেষজ্ঞদের।

 কেন কমতির দিকে ?

কেন কমতির দিকে ?

পরিসংখ্যান বলছে, বহু সংখ্যক মানুষ ভারতে ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে গিয়েছেন। বহু জায়গায় এলাকাবাসীর ৫০ শতাংশই আক্রান্ত হয়ে গিয়েছেন। তাঁরা আবার নতুন করে টেস্ট করাতেই তাঁদের নেগেটিভ রিপোর্ট আসছে , ফলে সেদিক থেকে সেরোলজিক্যাল স্ট্যাটিসটিকস উজ্জ্বলভাবে দেখাচ্ছে ইতিবাচক বার্তা।

আরও আশার বার্তা!

আরও আশার বার্তা!

বলা হচ্ছে, ৩০ থেকে ৪০ হাজার করে যখন করোনার নিত্যদিনের আক্রান্তের সংখ্যা উঠে আসছিল, তখন বেশিদিন এই সংখ্যক আক্রান্ত স্থায়ী হননি। এমন পরিস্থিতিতে ৬০ হাজার বা ৫০ হাজার করে যখন করোনা আক্রান্তের সংখ্যা উঠে আসতে শুরু করেছে, তখন দেখা যাচ্ছে সেই সংখ্যার স্থায়িত্ব অনেকদিন হচ্ছে। ৩০ হাজার দৈনিক হিসাবে যদি ১ সপ্তাহ স্থায়ী থাকে, তাহলে ৬০ হাজার দৈবনিক আক্রান্ত ২ সপ্তাহ ধরে স্থায়ী। ফলে দৈনিক আক্রান্তের সংখ্যাও একটা জায়গায় গিয়ে থমকে রয়েছে। যা সুখবর।

লকডাউনে কাজ হারিয়েছেন ২ কোটি মানুষ, ফের রাহুলের নিশানায় মোদী সরকার! লকডাউনে কাজ হারিয়েছেন ২ কোটি মানুষ, ফের রাহুলের নিশানায় মোদী সরকার!

English summary
What is the condition of Coronavirus situation in India, here is some details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X