For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বামদূর্গ কেরলে হিন্দু বাদে কোন ভোটব্যাঙ্ককে অস্ত্র করছে বিজেপি! ২০২১ ভোটের আগে একনজরে স্ট্র্যাটেজি

বামদূর্গ কেরলে হিন্দু বাদে কোন ভোটব্যাঙ্ককে অস্ত্র করছে বিজেপি! ২০২১ ভোটের আগে একনজরে স্ট্র্যাটেজি

  • |
Google Oneindia Bengali News

২০২১ সালে ভারতের ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে, বিহারের নির্বাচনে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে বিজেপি পর পর রাজ্য জয়ে ব্রতী। ২০২৩ তোলাঙ্গানা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি হায়দরাবাদ পুরভোটে দখল নেয়। এরপর ৪ রাজ্যের ভোটে বিজেপি ক্রমাগত স্ট্র্যাটেজি সাজিয়ে চলেছে। তবে তারমধ্যে বিজেপির কাছে অন্যতম চ্যালেঞ্জের ময়দান বামদূর্গ কেরল। সেখানে গেরুয়া শিবির কোন নীলনক্সায় ভর করেছে দেখা যাক।

 কেন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ কেরল?

কেন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ কেরল?

একদিকে কেরলে প্রবল দাপটে থাকা বাম সরকারের নিজস্ব ভোটব্যাঙ্ক পার্টি আদর্শের দিক থেকে, অন্যদিকে মুসলিম আবেগকে সঙ্গে নিয়ে চলা কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট। এই দুইয়ের মাঝে পড়ে বিজেপির পক্ষে কেরলে দাঁত ফোটানো মুশকিল হচ্ছিল। এমন পরিস্থিতিতে চরম রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়ে ময়দানে নামছে বিজেপি।

 কোন ভ্যাটব্যাঙ্কে নজর বিজেপির?

কোন ভ্যাটব্যাঙ্কে নজর বিজেপির?

মূলত, কেরলে হিন্দু ভোটব্যাঙ্কের সঙ্গে এবা ক্রিস্টান ভোটব্যাঙ্ককে অস্ত্র হিসাবে সঙ্গে রাখতে চায় বিজেপি। মূলত, এই ভোটব্যাঙ্কে ফোকাসে রেখে কেরলের রাজনৈতিক লড়াই তুঙ্গে উঠতে পারে। কারণ ইতিমধ্যেই এই ভোটব্যাঙ্ককে কাছে টানার উপায় খুঁজে ফেলেছে গেরুয়া শিবির।

ময়দানে মোদী!

ময়দানে মোদী!

কেরলের ক্রিস্টান নেতাদের সঙ্গে খুব শীঘ্রই নরেন্দ্র মোদীর একটি বৈঠক আসন্ন রয়েছে। এই বৈঠক কেরলে আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মূলত , কেরলে কীভাবে সংখ্যালঘু স্কলারশিপের ৮০ শতাংশ মুসলিম পড়ুয়ারা দখলে রেখেছে , তা নিয়ে রয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠক।

কেন হিন্দু ভোটের থেকেও বেশি গুরুত্ব ক্রিস্টান ভোটব্যাঙ্কে

কেন হিন্দু ভোটের থেকেও বেশি গুরুত্ব ক্রিস্টান ভোটব্যাঙ্কে

কেরলে মূলত হিন্দু ভোট কিছুটা ভাগ হয়েছে বামেদের এলইডি জোট ও কংগ্রেসের ইউডিএফ জোটে । মাঝে পড়ে রয়েছে কেরলের ৪০ শতাংশ সংখ্যালঘু ভোট ব্য়াঙ্ক। সেই ভোটব্যাঙ্কে একটা বড় অংশ ক্রিস্টান ভোটাররা। আর সেই সূত্র ধরেই বিজেপির নজরে ক্রিস্টান ভোটব্যাঙ্ক। এমনকি লাভ জেহাদ নিয়েও সেখানে ক্রিস্টানরা ইতিমধ্যেই সরব হয়েছেন। যা কাজে লাগিয়ে কেরলের পোক্ত বামদূর্গে ধাক্কা দিতে চায় বিজেপি।

পঞ্চায়েতের ফর্ম ধরে রাখতে ব্যর্থ বিজেপি! রাজস্থানের পৌর নির্বাচনে সমতা ফেরাল কংগ্রেসপঞ্চায়েতের ফর্ম ধরে রাখতে ব্যর্থ বিজেপি! রাজস্থানের পৌর নির্বাচনে সমতা ফেরাল কংগ্রেস

English summary
What is BJP's strategy for Kerala as they looking focus on christian popularity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X