For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্সিজেনের অভাবে মাঝ-আকাশে আতঙ্কিত যাত্রীরা, তারপর কী হল, দেখুন ভিডিও

টেক-অফ করতেই যেন কেমন একটা অস্বস্তি শুরু। বোঝা যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে মুম্বই বিমানবন্দরে বিমানে উঠতেই মনে কূ-ডাকছিল।

Google Oneindia Bengali News

টেক-অফ করতেই যেন কেমন একটা অস্বস্তি শুরু। বোঝা যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে মুম্বই বিমানবন্দরে বিমানে উঠতেই মনে কূ-ডাকছিল। জেট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-এর গন্তব্য ছিল মুম্বই থেকে জয়পুর। প্রবল ঝাঁকুনি দিয়ে বিমানটা টেকঅফ করে কিছুটা উচ্চতায় উঠেছে। মাটি থেকে তখন ১০,০০০ ফুট উপরে উঠে গিয়েছে বিমানটি।

জেটের বিমানে মাঝআকাশে মৃত্যু আতঙ্ক

এরপর বিমানটি যত উচ্চতায় উঠছিল ততই অস্বস্তিটা বাড়ছিল। শ্বাস নিতে অসুবিধা। মনে হচ্ছিল এই সমস্যাটা মনে ভুল। কিন্তু, খানিক পরেই দেখা গেল বহু যাত্রী শ্বাসকষ্ঠের অভাব অনুভব করছেন। এমনকী বেশকিছু যাত্রীর নাক ও কান দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। ছোটাছুটি করছেন বিমান সেবিকাকা। নানাভাবে আতঙ্কিত যাত্রীদের শান্ত করার চেষ্টা করছেন তারা। যাঁদের নাক-কান দিয়ে রক্ত বের হচ্ছিল তাঁদের ফার্স্ট-এইড দেওয়া চলছে। এরই মাঝে ঘর-ঘর করতে করতে বিমানের এসিটা বন্ধও হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই উপরে থেকে নেমে আসে অক্সিজেন মাস্ক। বিমানসেবিকারা অবিলম্বে সেই মাস্ক মুখে লাগানোর নির্দেশ দেন। সকলেই তাই করেন। অক্সিজেন মাস্ক নেওয়ার পর যেন ধরে একটু প্রাণ আসে। বিমানে হওয়া ঘোষণা থেকেই জানা যায় বিমানকে ফের মুম্বই-এ নিয়ে যাওয়া হচ্ছে। করা হবে জরুরি অবতরণ।

কেন আচমকা বিমানের মধ্যে এমন পরিস্থিতি? তাহলে কি বিপদে এই উড়ান? প্রশ্ন অনেক থাকলেও কোনও যাত্রীই ঠিক করে উত্তর পাচ্ছিলেন না। বিমান সেবিকারাও তাদের নির্দিষ্ট আসনে তখন মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে বসে পড়েছেন। কারণ, কিছুক্ষণের মধ্যেই বিমান অবতরণ করবে। এই সময়ই জানা যায় বিমানের ভিতরে কেবিন প্রেসার বজায় রাখার সুইচ-ই টেক-অফ-এর সময় অন করা হয়নি। এই কেবিন প্রেসার আকাশের বিমানের ভিতরের বায়ুর চাপে ভারসাম্য রাখে এবং অক্সিজেন সরবরাহকে ঠিক রাখে। এর ফলে কোনও যাত্রী সহজে অক্সিজেনের অভাব অনুভব করেন না।

[আরও পড়ুন: বিমান আকাশে উঠতেই রক্তাক্ত ৩০ যাত্রী, মুম্বই-এ জরুরি অবতরণ জেট-এর বিমানের][আরও পড়ুন: বিমান আকাশে উঠতেই রক্তাক্ত ৩০ যাত্রী, মুম্বই-এ জরুরি অবতরণ জেট-এর বিমানের]

জানা যায়, কেবিন প্রেসারের সুইচ অন না করাতেই যাবতীয় বিপত্তি। এর জন্য কত ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত তা ভেবে তখন আতঙ্কগ্রস্ত। এই কথাগুলি যিনি টুইটারে জানিয়েছেন তিনি ওই বিমানের যাত্রী দর্শক হাতি। তিনি গোটা ঘটনার ভিডিও করে তা টুইটারে আপলোড করে দেন। শুধু দর্শক নন তাঁর মতো অন্য যাত্রীরাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। গোটা ঘটনার জন্য জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষের অপারদর্শিতাকেই দায়ী করা হয়েছে।

English summary
A video has come out of Jet Airways flight 9W 697 which did emergency landing on Mumbai Airport after some times of take off. Cabin pressure balance switch was not on and passengers became sick due to lack of oxygen.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X