For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবরিমালায় মহিলাদের প্রবেশের অনুমতির রায় দিতে গিয়ে ঠিক কী বলল শীর্ষ আদালত

এদিন সব বয়সের মহিলাদের সবরিমালা মন্দিরে প্রবেশের অনুমতি করে দিল সুপ্রিম কোর্ট।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার মহিলাদের সমানাধিকার নিয়ে পরকীয়া মামলায় রায় নিয়ে সংবিধানের ৪৯৭ নম্বর ধারার উপরে করাঘাত করেছিল সুপ্রিম কোর্ট। এদিন সব বয়সের মহিলাদের সবরিমালা মন্দিরে প্রবেশের অনুমতি করে দিল সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়েছে, লর্ড আয়াপ্পার মন্দিরে সকলের সমান প্রবেশাধিকার। ফলে বেছে বেছে লিঙ্গের ভিত্তিতে প্রবেশ আটকানো যাবে না। ঋতুমতী বয়সের মহিলারাও মন্দিরে সকলের সঙ্গে প্রবেশ করতে পারবেন।

সরবিমালার রায় দিতে গিয়ে ঠিক কী বলল শীর্ষ আদালত

ভগবানের সাধনা বা ভক্তি করার অধিকার সাংবিধানিকভাবে সকলের রয়েছে। নিজের পছন্দ অনুযায়ী তা তাঁরা করতে পারেন। জৈবিক কারণে কেউ মন্দিরে প্রবেশ করতে পারবেন না, তা হতে পারে না।

বিচারপতি আরএফ নরিম্যান এই রায় পড়ে শোনান। মামলাকারীরা আদালতকে বোঝাতে পারেনি কেন সবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশ আটকানো উচিত। ফলে আদালত স্পষ্ট জানায়, ভগবানের ভক্তিতে স্ত্রী-পুরুষ সকলের সমানাধিকার রয়েছে। একটি শ্রেণিকে কোনওভাবে বাদ দেওয়া যাবে না।

এদিন পাঁচ বিচারপতির বেঞ্চে ৪-১ ব্যবধানে সবরিমালায় প্রবেশের অধিকার মহিলাদের দেওয়া হয়। চার পুরুষ বিচারপতি সম্মত হলেও একমাত্র মহিলা বিচারপতি ইন্দু মালহোত্রা মহিলাদের প্রবেশে আপত্তি জানান। তিনি নিজের রায়ে বলেন, বিভিন্নতার দেশ ভারতে নানা ধরনের ধর্মীয় আচার অনুসরণ করা হয়। সেখানে কোনও ধরনের ভেদাভেদ হলেও সেখানে আদালতের হস্তক্ষেপ অনুচিত।

English summary
What exactly Supreme Court says in Sabarimala Temple Verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X