For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার রাজ্যে অপমানজনক হারের জন্য দায়ী কে? কংগ্রেসকেই তোপ দাগলেন অমরিন্দর!

চার রাজ্যে অপমানজনক হারের জন্য দায়ী কে? কংগ্রেসকেই তোপ দাগলেন অমরিন্দর!

  • |
Google Oneindia Bengali News

২০২২ সালের বিধানসভা নির্বাচনে নিজের পুরানো কেন্দ্রে পরাজিত হয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি পাতিয়ালা আর্বান কেন্দ্র থেকে হেরে গেছেন। অমরিন্দর আপ প্রার্থী অজিত সিং কোহলির কাছে পরাজিত হয়েছেন। অজিত সিং কোহলির ৩৬ হাজার ৬৪৫ ভোটে জিতেছেন। আজ কংগ্রেসকেই আক্রমণ করলেন তিনি। তা নিয়ে তিনি টুইটও করেছেন তিনি।

চার রাজ্যে অপমানজনক হারের জন্য দায়ী কে? কংগ্রেসকেই তোপ দাগলেন অমরিন্দর!


উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর, উত্তরাখণ্ড বিজেপির দখলে। কংগ্রেসের এত খারাপ ফলের জন্য দায়ী কে? পঞ্জাবে আম আদমি পার্টি ৯০ টির বেশি আসনে জিতেছেন। সেখানে কংগ্রেসের আসন সংখ্যা মাত্র ১৮ টি।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং টুইটে লেখেন উত্তরপ্রদেশে কংগ্রেসের অপমানজনক পরাজয় হয়েছে, এর জন্য দায়ী কে? সেই সঙ্গে মণিপুর, গোয়া, উত্তরাখণ্ডেও কিন্তু হার। এই হারের জন্য দায়ী কে?

পঞ্জাব লোক কংগ্রেস গঠন করেছিলেন অমরিন্দর। বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন কংগ্রেস নেতা অশ্বনি কুমার দল ছেড়ে ছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, রাজ্য নির্বাচনের এটাই শেষ খেলা। তিনি কিন্তু কংগ্রেসের জন্য শেষ খেলারও ইঙ্গিত দিয়ে ছিলেন।

গতকাল, বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা জানান, পঞ্জাবের লোকেরা AAP-এর পক্ষে ভোট দিয়েছেন কারণ তাঁরা অমরিন্দরের সরকারে অসন্তুষ্ট তাই। তিনি আরও জানান, সাড়ে চার বছরে মানুষ ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের শাসনে রুষ্ট। তাই জনতা পরিবর্তন চেয়েছেন। তাই তাঁরা AAP-কে ভোট দিয়েছেন।

সিএনজি গাড়িতে ২ বছরের জন্য রোড ট্যাক্স মকুব! সড়ক তৈরিতে বিপ্লব হয়েছে, দাবি মমতার সিএনজি গাড়িতে ২ বছরের জন্য রোড ট্যাক্স মকুব! সড়ক তৈরিতে বিপ্লব হয়েছে, দাবি মমতার

উল্লেখ্য, নয়ডায়ও জিতেছেন বিজেপি প্রার্থী পঙ্কজ সিং১০ ফেব্রুয়ারি নয়ডায় ছিল বিধানসভা ভোট। ১০ তারিখ থেকে ৭ মার্চ পর্যন্ত ৭ টি ধাপে ভোট গ্রহণ পর্ব চলে ছিল। নির্বাচনের আগে থেকেই কিন্তু রাজ্য ও কেন্দ্রের নজরে ছিল নয়ডা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী শহর পরিদর্শন করেছিলেন। তাঁরা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর-সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করেন নয়ডায়। ২০০২ সাল থেকে পঙ্কজ রাজনীতি যুক্ত। উত্তর প্রদেশ থেকে জিতেছেন যোগী আদিত্যনাথ। খুশি বিজেপি নেতৃত্বরা।

English summary
what did amarinder singh tweet about the defeat of congress in four states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X