For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের স্বার্থে সরকারি কমিটিতে প্রতিনিধি পাঠাতে অস্বীকার সংযুক্ত কিসান মোর্চা, নেপথ্যে যে কারণ উঠে আসছে

কৃষকদের স্বার্থে সরকারি কমিটিতে প্রতিনিধি পাঠাতে অস্বীকার সংযুক্ত কিসান মোর্চা, নেপথ্যে যে কারণ উঠে আসছে

Google Oneindia Bengali News

সংযুক্ত কিসান মোর্চা কেন্দ্রীয় সরকারে নূন্যতম সহায়ক মূল্যেরর জন্য গঠিত কমিটিতে প্রতিনিধি পাঠাতে অস্বীকার করেছে। কেন্দ্র সরকারের তরফে জানান হয়েছিল, কৃষকদের সাহায্য করতেই এই কমিটি গঠন করা হয়েছে। যদিও কেন্দ্রের দাবি অস্বীকার করেছে সংযু্ক্ত কিসান মোর্চা। সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে, ওই কমিটিতে সরকারের তরফে যে সমস্ত সদস্যরা রয়েছেন, তাঁরা কোনও কৃষক নেতা নন। তাঁরা বিতর্কিত কৃষি আইন সমর্থন করেছিলেন বলেও সংযুক্ত কিসানম মোর্চা অভিযোগ করেছে।

কমিটিতে কেন যোগ দিল না সংযুক্ত কিসান মোর্চা

কমিটিতে কেন যোগ দিল না সংযুক্ত কিসান মোর্চা

সংযুক্ত কিসান মোর্চা সংগঠনের নেতা যোগেন্দ্র যাদব বলেছেন, সরকার যে কমিটি গঠন করেছে, সেখানে মূলত আরএসএস বা বিজেপি ঘনিষ্ঠরা আছেন। কেন্দ্রের তরফে ওই কমিটিতে কোনও কৃষক নেতা নেই। যাঁরা রয়েছেন, তাঁরা বিতর্কিত কৃষি আইন সমর্থন করেছিলেন। তাঁরা কৃষকদের সমস্যা বুঝবেন বলে সংযুক্ত কিসান মোর্চা মনে করছে না। সেই কমিটিতে কেন সংযুক্ত কিসান মোর্চা নিজেদের সদস্য দেবে পাল্টা প্রশ্ন তোলেন যোগেন্দ্র যাদব। অন্য এক কৃষক নেতা গুরনাম সিং চাদুনি বলেন, এই কমিটিতে সরকার ইতিমধ্যে তাদের ৩৪ জন সদস্যকে মনোনীত করেছে। এসকেএমকে মাত্র তিনজনের নাম পাঠাতে বলা হয়েছে। আসলে সরকারের এই এমএসপি কমিটি গঠনের মাধ্যমকে কৃষকদের দাবিগুলোকে লঘু করে দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনা এসকেএম বাস্তবায়িত হতে দেবে না।

এমএসপিকে আইনের মর্যাদার দাবি

এমএসপিকে আইনের মর্যাদার দাবি

সংযুক্ত কিসান মোর্চার নেতা যোগেন্দ্র যাদব জানান, নূন্যতম সহায়ক মূল্য বা এমএসপি কমিটি গঠন কেন করা হচ্ছে? কৃষকদের দাবি তো একটাই, এমএসপিকে আইনে পরিণত করতে হবে। সংযুক্ত কিসান মোর্চার অধীনের থাকা কৃষক সংগঠনগুলো জানিয়েছে, তার জন্য কমিটি গঠনের কোনও প্রয়োজন ছিল না। এমকেএম-এর বিষয়ে যখন সরকারের সঙ্গে কথা হয়, তখন কখনও কমিটি গঠনের প্রসঙ্গ আসেনি। সংযুক্ত কিসান মোর্চার নেতা দর্শন পাল বলেন, 'আমরা কখনই কেন্দ্রকে কোনও কমিটি গঠনের কথা বলিনি। নূন্যতম সহায়ক মূল্য নিশ্চিত করতে আমরা একটি আইন চেয়েছিলাম। সংসদে পাস করা আইন। এই কমিটি সরকার কোনও উদ্দেশ্যে গঠন করতে চাইছে, তা আমরা বুঝতে পারছি না। নূন্যতম সহায়ক মূল্যের আইন গঠন না হলে ফের আন্দোলনে নামতে হবে।'

ফের আন্দোলনের হুমকি কৃষক সংগঠনের

ফের আন্দোলনের হুমকি কৃষক সংগঠনের

নূন্যতম সহায়ক মূল্য নিয়ে কৃষক নেতারা প্রথম থেকেই সরব হয়েছে। কেন্দ্রের তরফে এই বিষয়ে সংগঠনের সঙ্গে স্পষ্ট কোনও বার্তা না দিয়েই একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই কমিটির উদ্দেশ্য নিয়ে সংগঠনের কৃষক নেতাদের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে কৃষকরা নিজেদের দাবিতে স্থির। নূন্যতম সহায়ক মূল্যের আইন না হলে আন্দোলন নামবেন কৃষকরা। এর আগে বিতর্কিত কৃষি আইনের বিরোধিতা করে আন্দোলন করেছিলেন তাঁরা। আন্দোলনের জেরে কেন্দ্র নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হয়।

নেল পার্লার থেকে বিলাস বহুল একাধিক ফ্ল্যাট-লক্ষ লক্ষ টাকার গ্যাজেট, অর্পিতার সম্পত্তি চমক ধরাচ্ছে ED-কেনেল পার্লার থেকে বিলাস বহুল একাধিক ফ্ল্যাট-লক্ষ লক্ষ টাকার গ্যাজেট, অর্পিতার সম্পত্তি চমক ধরাচ্ছে ED-কে

English summary
What are the reason for Samyukt Kisan Morcha refused to send representatives to Government Committee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X