For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের দখলে কীভাবে থাকল কর্ণাটকের আর আর নগর বিধানসভা আসন

কর্ণাটকের আর আর নগরে বিধানসভা নির্বাচনে ফলাফল বিজেপি-র ভরাডুবি নাকি কংগ্রেসের গড় দখল , তা নিয়ে বেশ কিছুটা বিতর্ক হতেই পারে।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকের আর আর নগরে বিধানসভা নির্বাচনে ফলাফল বিজেপি-র ভরাডুবি নাকি কংগ্রেসের গড় দখল , তা নিয়ে বেশ কিছুটা বিতর্ক হতেই পারে। তবে একাধিক তথ্য আর সূত্রের খবর অনুযায়ী এখানে কংগ্রেসের এন মুনিরত্নাই নিজের গড় দখল করে রাখলেন । নিকটতম প্রতিদ্বন্দ্বি বিজেপি-র পি মুনিরাজু নির্বাচনের প্রথম থেকেই খানিকটা ব্যাকফুটে ছিলেন বলে খবর।

কংগ্রেসের দখলে কীভাবে থাকল কর্ণাটকের আর আর নগর বিধানসভা আসন

কংগ্রেসের এই দাপুটে নেতার জন্য এই বিধানসভা নির্বাচন জয় কোনও বড় চ্যালেঞ্জ ছিলনা। কারণ তিনি এলকার প্রাক্তন কর্পোরটর। এলাকায় বহু দিনধরেই তিনিই বিধায়ক পদে আসীন ছিলেন।ফলে গোটা আর আর নগর জুড়ে তাঁর দাপট দেখার মত। এলাকার একধিক উন্নয়নমূলক কাজও করেছেন তিনি। যদিও নির্বাচনের আগে , বিজেপি তাঁর বিরুদ্ধে এক ঝাঁক অভিযোগ আনে। তার মধ্যে দুর্নীতি যেমন ছিল, তেমনই অভিযোগ ছিল মহিলাদের হেনস্থা করারও। তবে শেষ রক্ষা করতে পারেনি বিজেপি। উল্লেখ্য, এই কেন্দ্রে সোমবারের নির্বাচনের ভোটের শতাংশের হারই আভাস দিয়েছিল , বিজেপির পরাজয়ের সাপেক্ষে। কারণ এই কেন্দ্রে ভোট পড়েছে ৫৪ শতাংশ। এর থেকে বেশি ভোট পড়লে বিজেপির জেতার সম্ভাবনা বেশি হত বলে অনেকেই অনুমান করেছিলেন।

[আরও পড়ুন:দেশজুড়ে বিজেপি-র ভরাডুবির পর পাল্টা গর্জন রাজনাথের, পদ্ম শিবিরকে তোপ অখিলেশের ][আরও পড়ুন:দেশজুড়ে বিজেপি-র ভরাডুবির পর পাল্টা গর্জন রাজনাথের, পদ্ম শিবিরকে তোপ অখিলেশের ]

[আরও পড়ুন: 'রেস থ্রি'-তে কোন 'ডবল ধমাকা' সলমনের! কোন ভূমিকায় দেখা যাবে ভাইজানকে][আরও পড়ুন: 'রেস থ্রি'-তে কোন 'ডবল ধমাকা' সলমনের! কোন ভূমিকায় দেখা যাবে ভাইজানকে]

এলাকার কংগ্রেস বিধায়ক মুনিরত্নার কাছে ফের একবার নিজের শক্তি পরীক্ষার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এই নির্বাচন। যা অনায়াসে জিতে নেন তিনি। এর আগে ২০০৮ সালে এই এলাকা ছিল পদ্মশিবিরের দখলে। তবে ২০১৩ সালে আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নেয় কংগ্রেস। ১৮৮১৩ এর ব্যবধানে সেবছরে জয়ী হন মুনিরত্না। এবছরে সেই জয়ের ব্যবধান প্রায় দ্বিগুণ অঙ্ক ছাডি়য়ে গেল। ৪১১৬২ ভোটে এবছর ভোট বৈতরণী পার করেন কংগ্রেসের এন মুনিরত্না।

English summary
What are the factors responsible for BJP's debacle in RR nagar Assmbly election in Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X