
Congress Party meet:ভারত জোড়ো যাত্রার পরে কী? খার্গের নেতৃত্বে স্টিয়ারিং কমিটির বৈঠকের পরে প্রকাশ কংগ্রেসের
সভাপতি নির্বাচিত হওয়ার পরে রবিবার কংগ্রেসের প্রথম স্টিয়ারিং কমিটির বৈঠক হল। সেই বৈঠকে হাজির ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীও। দলের শীর্ষস্থানীয় নেতারা সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি পূর্ণাঙ্গ অধিবেশনের সময়সূচি এবং স্থান নিয়ে আলোচনা করেন।

ফেব্রুয়ারিতে কংগ্রেসের ৩ দিনের পূর্ণাঙ্গ অধিবেশন
মল্লিকার্জুন খার্গের সভাপতিত্বে এদিন কংগ্রেসের স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক বসে। তারপরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেতারা। বৈঠকে সোনিয়া গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের উপস্থিতিতে ভারত জোড়ো যাত্রার পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। প্রসঙ্গত গত সেপ্টেম্বর থেকে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে কংগ্রেস তিন দিনের পূর্ণাঙ্গ অধিবেশনের পরিকল্পনাও করেছে। এই অধিবেশনে কংগ্রেস সভাপতি হিসেবে মল্লিকার্জুন খার্গের নির্বাচনকে অনুমোদন দেওয়া হবে।

হাত সে হাত জোড়ো অভিযান
দলের মুখপাত্র কেসি বেণুগোপাল সাংবাদিকদের জানিয়েছেন, ২৬ জানুয়ারি থেকে কংগ্রেস হাত সে হাত জোড়ো অভিযান করার সিদ্ধান্ত নিয়েছে। এই অভিযান হবে ২ মাসের। এর মধ্যে থাকছে ব্লকস্তরের পদযাত্রাও। সেই সময় কংগ্রেসের তরফে মোদী সরকারের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। সেই যাত্রায় কংগ্রেসের তরফে যুব সমাজের দিকে মনোনিবেশ করা হবে বলে জানানো হয়েছে।
|
শীতকালীন অধিবেশনে রাহুল থাকবেন না
এদিন ভারত জোড়ো যাত্রা প্রবেশ করছে রাজস্থানে। মধ্যে হবে শীতকালীন অধিবেশনও। স্বাভাবিক কারণেই ভারত জোড়ো যাত্রায় নেতৃত্ব দেওয়া রাহুল গান্ধী শীতকালীন অধিবেশনে থাকতে পারবেন না। এব্যাপারে কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল বলেন, সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেওয়াটা রাহুল গান্ধীর পক্ষে বাস্তব সম্মত নয়।

জনসংযোগ পুনরুজ্জীবনে জোর
কংগ্রেসের তরফে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসংযোগ পুনরুজ্জীবনে জোর দেওয়া হয়েছে। এর মধ্যে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, যুবকদের। এদিন সন্ধেয় ভারত জোড়ো যাত্রা রাজস্থানে প্রবেশ করতে চলেছে। সেপ্টেম্বরে তামিলনাড়ু থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা এখনও পর্যন্ত সাতটি রাজ্যে ২৫০০ কিমির বেশি পথ অতিক্রম করেছে। তবে এই যাত্রার এখনও পর্যন্ত প্রায় ১১০০ কিমি পথ বাকি রয়েছে। কংগ্রেসের লক্ষ্য স্পষ্ট ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে জনগণের সঙ্গে কংগ্রেসের সংযোগ পুনরুজ্জীবিত করা।
এদিন স্টিয়ারিং কমিটির বৈঠকের পরে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ভারত জোড়ো যাত্রার পরে কোন কর্মসূচি নেওয়া হবে, তা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। হাত সে হাত জোড়োর পরিকল্পনা করা হয়েছে। এই সময় রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার কৃতিত্বগুলি তুলে ধরবেন।
জো বাইডেনের ছেলে হান্টারের ল্যাপটপ স্টোরি! আলোচনার কেন্দ্রে দুই ভারতীয়-আমেরিকান