For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির 'নির্দেশে' বন্ধ হয়ে গেল দলের মুখপত্র! ক্ষমতা হারানোর পর প্রশ্নে সিপিএম

ত্রিপুরা থেকে প্রকাশিত সিপিএম-এর দৈনিক মুখপত্র ডেইলি দেশের কথার প্রকাশনা বন্ধ করা নির্দেশ দেওয়া হল। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক সংবাদপত্রের প্রকাশনা বন্ধের নির্দেশ জারি করেছেন।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরা থেকে প্রকাশিত সিপিএম-এর দৈনিক মুখপত্র ডেইলি দেশের কথার প্রকাশনা বন্ধ করা নির্দেশ দেওয়া হল। পশ্চিম ত্রিপুরার জেলাশাসক সংবাদপত্রের প্রকাশনা বন্ধের নির্দেশ জারি করেছেন।

বিজেপির নির্দেশে বন্ধ হয়ে গেল দলের মুখপত্র! সরব সিপিএম

শাসকদলের নির্দেশেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম। ঘটনার কড়া নিন্দা করেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

মুখপত্র প্রকাশনার পর্যাপ্ত অনুমতি সিপিএম-এর কাছে ছিল না বলে সরকারি তরফে অভিযোগ। এছাড়াও ডেইলি দেশের কথার মালিকানা নিয়েও গণ্ডগোল ছিল বলে অভিযোগ।

[আরও পড়ুন: বিস্ফোরণে তুবড়ে গেল দোকানের শাটার! গেরুয়া বাহিনীর দিকে অভিযোগ মমতার দলের পুরপ্রধানের][আরও পড়ুন: বিস্ফোরণে তুবড়ে গেল দোকানের শাটার! গেরুয়া বাহিনীর দিকে অভিযোগ মমতার দলের পুরপ্রধানের]

পশ্চিম ত্রিপুরা সদরের মহকুমা শাসকের দেওয়া রিপোর্টের ভিত্তিতে আরএনআই-এর তরফে প্রকাশনার জন্য নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: দমদমের কাজিপাড়ায় হঠাৎ বিস্ফোরণ! টার্গেট তিনিই, দাবি পুরপ্রধানের ][আরও পড়ুন: দমদমের কাজিপাড়ায় হঠাৎ বিস্ফোরণ! টার্গেট তিনিই, দাবি পুরপ্রধানের ]

ত্রিপুরা রাজ্য সিপিএম-এর তরফে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। রাজ্যের সিপিএম নেতা তথা ডেইলি দেশের কথার প্রাক্তন সম্পাদক গৌতম দাস বলেছেন, ১ অক্টোবর কালো দিন। বিজেপির চাপে পড়েই পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডেইলি দেশের কথার প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। ৪০ বছরেরও বেশি সময় ধরে প্রকাশিত সংবাদ মাধ্যমের টুটি চিপে ধরা হচ্ছে বলেও অভিযোগ করেছেন সিপিএম নেতা গৌতম দাস।

[আরও পড়ুন: মমতার মাস্টারস্ট্রোক! এবার বয়স্কদের জন্যও নানা সুবিধার ঘোষণা][আরও পড়ুন: মমতার মাস্টারস্ট্রোক! এবার বয়স্কদের জন্যও নানা সুবিধার ঘোষণা]

English summary
West Tripura DM suspended publication of Daily Desher katha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X