প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক, অংশ না নেওয়ার সিদ্ধান্ত রাজ্যের
১৬ ও ১৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক। ১৬ জুন ২১ টি এবং ১৭ জুন ১৫ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলায় রাজ্যগুলির পরিস্থিতি কী, মূলত তা নিয়েই আলোচনা হওয়ার কথা রয়েছে, এই দুদিনের বৈঠকে। পরিস্থিতির মোকাবিলায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের কাছ থেকে পরামর্শ চাইতে পারেন বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গ বুধবার হওয়া এই বৈঠকে অংশ নিচ্ছে না।

৩৬ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক
১৬ জুনের ভিডিও কনফারেন্সে যে ২১ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী কিংবা প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, সেগুলি হল, পঞ্জাব, অসম, কেরল, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, গোয়া, মনিপুর, নাগাল্যান্ড, লাদাখ, পণ্ডিচেরী, অরুণাচলপ্রদেশ, মেঘালয়, মিজোরাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি ও দমন দিউ, সিকিম, এবং লাক্ষাদ্বীপ।
১৭ জুনের ভিডিও কনফারেন্সে যে ১৫ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী কিংবা প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, সেগুলি হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্নাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, তেলেঙ্গানা এবং ওড়িশা।

দুদিনে ১৩ মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ
দুদিনে ৩৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের উপস্থিতির কথা থাকলেও, তাতে মাত্র ১৩ জন মুখ্যমন্ত্রী বলার সুযোগ পাবেন।

রাজ্যের প্রতিনিধির অনুপস্থিতির সম্ভাবনা
যেহেতু বক্তার তালিকায় রাখা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সম্ভবত সেই কারণেই তিনি ১৭ জুনের বৈঠকে উপস্থিত থাকছেন না। অন্যদিকে মুখ্যসচিবের উপস্থিতির সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে। সোমবার থেকেই জল্পনা চলছিল বক্তার তালিকায় পশ্চিমবঙ্গের নাম না থাকায়।

এনিয় ষষ্ঠবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক
লকডাউন শুরুর আগে ১৯ মার্চ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রথমবার বৈঠক করেছিল। শেষবার বৈঠক হয়েছিল ১১ মে। এবারের বৈঠক ধরলে এনিয়ে ষষ্ঠবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক হতে যাচ্ছে।

জনগণের থেকে লাভ তুলছে সরকার!জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মোদীকে চিঠি সনিয়ার