For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: দুই জেলায় দুদিনের জন্য উঠল রাতের কার্ফু, মেট্রো ডেয়ারি তদন্তে তৈরি সিবিআই

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

মেট্রো ডেয়ারি তদন্তে তৈরি সিবিআই

মেট্রো ডেয়ারি তদন্তে তৈরি সিবিআই

মেট্রো ডেয়ারিকে নিয়ে তদন্ত তৈরি সিবিআই। এদিন হাইকোর্টে এমনটাই জানিয়েছে সিবিআই। প্রসঙ্গত রাজ্য সরকারের বিরুদ্ধে জলের দরে সংস্থার শেয়ার বিক্রির অভিযোগ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন অধীর চৌধুরী। ১০ ডিসেম্বরের মধ্যে সবপক্ষকে অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

দুই জেলায় দুদিনের জন্য উঠল রাতের কার্ফু

দুই জেলায় দুদিনের জন্য উঠল রাতের কার্ফু

এদিন সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নদিয়া ও হুগলি জেলায় জগদ্ধাত্রী পুজোর কারণে ১২ ও ১৩ নভেম্বর রাতের বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। প্রসঙ্গত শান্তিপুর ও চন্দননগরে জগদ্ধাত্রী পুজো প্রসিদ্ধ।

রাজ্য মন্ত্রিসভায় রদবদল

রাজ্য মন্ত্রিসভায় রদবদল

এদিন রাজ্য মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে। অর্থ দফতরের দায়িত্ব নিজের হাতে রেখে প্রতিমন্ত্রী করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। পুলক রায়কে পঞ্চায়ের দফতরের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। মানস ভুঁইয়াকে ক্রেতা সুরক্ষা দফতরের বাড়তি দায়িত্ব দেওয়ার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়কে শিল্প পুনর্গঠন দফতরের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।

বিধানসভায় ৪ বিধায়কের শপথ

বিধানসভায় ৪ বিধায়কের শপথ

এদিন বিধানসভায় শপথ নিলেন নবনির্বাচিত ৪ বিধায়ক। এই চার বিধায়ক হলেন, দিনহাটার উদয়ন গুহ, শান্তিপুরের ব্রজকিশোর গোস্বামী, খড়দহের শোভনদেব চট্টোপাধ্যায় এবং গোসাবার সুব্রত বিশ্বাস। বিধানসভার অধিবেশনকক্ষেই তাঁরা শপথ নেন। এঁদের মধ্যে উদয়ন গুহ এবং শোভনদেব চট্টোপাধ্যায় আগে বিধানসভার সদস্য ছিলেন। বাকি দুজন বিধানসভায় নতুন। মুখ্যমন্ত্রী এদিন নতুন বিধায়কদের অভিনন্দন জানিয়েছেন।

দিল্লিতে এনকাউন্টার

দিল্লিতে এনকাউন্টার

এদিন ভোরে নয়াদিল্লির এইমসের সামনে পুলিশ ও দুষ্কৃতীদের গুলির লড়াই হয়। দুই পুলিশকর্মী এবং এক দুষ্কৃতী এই ঘটনায় আহত হন বলে জানা গিয়েছে। এদিন তল্লাশি অভিযান চালানোর সময়েই ধরা পড়ে গিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। গত ২ মাসে দিল্লির প্রকাশ্য রাস্তায় এনিয়ে গুলির লড়াই হল ৩ বার।

আরসিবির হেড কোচ সঞ্জয় বাঙ্গার

আরসিবির হেড কোচ সঞ্জয় বাঙ্গার

রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হেড কোচ হিসেবে সঞ্জয় বাঙ্গারের বাম প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সঞ্জয় বাঙ্গার বলেছেন, ২০২২-এর মেগা অকশনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আলাপনকে হুমকি চিঠি, গ্রেফতার ৩

আলাপনকে হুমকি চিঠি, গ্রেফতার ৩

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি পাঠানোর জেরে গ্রেফতার তিন। এর মধ্যএ এক চিকিৎসকও রয়েছেন। সোর্স মারফত খবর পেয়ে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা প্রথমে বালিগঞ্জ বিজন সেতুর কাছ থেকে টাইপিস্ট বিজয় কুমার কয়ালকে আটক করে। তারপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের নাম জানা যায়। পুলিশ চিকিৎসক অরিন্দম সেনকে গ্রেফতারের পাশাপাশি তাঁর গাড়ির চালক রমেশ সাউকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ওই চিকিৎসক এর আগে নিজের এক প্রতিবেশী-সহ সাতজনকে এই ধরনের হুমকি চিঠি পাঠিয়েছিলেন।

৭ হাসপাতালকে জরিমানা স্বাস্থ্য কমিশনের

৭ হাসপাতালকে জরিমানা স্বাস্থ্য কমিশনের

বাড়তি বিলের কারণে বেসরকারি সাত হাসপাতালকে জরিমানা করল স্বাস্থ্য কমিশন। বেডের জন্য বেশি ভাড়া, ওষুধে ছাড় না দেওয়া-সহ বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল স্বাস্থ্য কমিশনে। এই সাত বেসরকারি হাসপাতালের মধ্যে রয়েছে ভবানীপুরের মাইক্রোল্যাব, সল্টলেকের সেবা হাসপাতাল,, টালিগঞ্জ সার্কুলার রোডের আরোগ্য হাসপাতাল, রানিগঞ্জের কেয়ার হাসপাতাল, উত্তরপাড়ার উইকেয়ার এবং যাদবপুর এবং চিংড়িহাটার আরও দুই হাসপাতাল।

সেক্টর ফাইভে বিমা এজেন্ট খুন

সেক্টর ফাইভে বিমা এজেন্ট খুন

সল্টলেকের সেক্টর ফাইভের মহিষবাথানে খুন বিমান এজেন্ট নির্মলচন্দ্র মজুমদার। অভিযুক্ত এলাকারই বাসিন্দা সুজিত মণ্ডল। ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সুজিতকে। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সুজিতকে ধারালো অস্ত্র হাতে ছুটে পালাতে দেখা গিয়েছে। নির্মলচন্দ্র মজুমদার ওই এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গিয়েছে।

অসুস্থ সোনালী গুহ, ভর্তি হাসপাতালে

অসুস্থ সোনালী গুহ, ভর্তি হাসপাতালে

অসুস্থ রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহ। তাঁকে মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রক্তে শর্করার সমস্যাজনিক কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। ভোটের আগে মুকুল রায়ের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেও, পরে বিজেপি ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি।

হাসপাতালে অগ্নিকাণ্ডে গ্রেফতার

হাসপাতালে অগ্নিকাণ্ডে গ্রেফতার

আহমেদাবাদে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ নার্স সহ এক মেডিকেল অফিসার গ্রেফতার। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে।

১০৯ কোটি কারোনা টিকাকরণ

১০৯ কোটি কারোনা টিকাকরণ

১০০ কোটির মাইলস্টোন আগেই পার করেছিল ভারত। এখনও পর্যন্ত গোটা দেশে ১০৯ কোটি করোনা টিকাকরণ হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

আগুন লেগে মর্মান্তিক পরিণতি, মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে মৃত্যু ৪ সদ্যোজাতেরআগুন লেগে মর্মান্তিক পরিণতি, মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে মৃত্যু ৪ সদ্যোজাতের

English summary
Daily News Update in Bengali: Kolkata, West Bengal, India and World News in brief for 9 November
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X