For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: বেকসুর খালাদ মাওবাদী নেতা তেলুগু দীপক, নজরে মোদী-বাইডেন বৈঠক

সারাদিনের খবরের আপডেট, দেখুন বাংলা ওয়ান ইন্ডিয়ায়কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের

Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা

সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কালীঘাট থানার পুলিশ। গতকাল বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় দেহ নিয়ে রাস্তায় বসে পড়ার অভিযোগ ওঠে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে।

পথ দুর্ঘটনায় মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃত্যু

যশোর রোডে দাঁড়িয়ে থাকা লরিকে পিছন থেকে ধাক্কা পিকআপ ভ্যানের। ঘটনাস্থলেই মৃত্যু একজনের। মধ্যমগ্রামে চৌমাথার কাছে দুর্ঘটনা ঘটে। কলকাতাগামী মুরগি বোঝাই পিকআপ ভ্যান লরির পিছনে ধাক্কা মারে। পিকআপ ভ্যানের চালক সহ তিনজন পলাতক।

 চাঙ্গা শেয়ারবাজার

চাঙ্গা শেয়ারবাজার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের দ্বিতীয় দিনেই রেকর্জ উচ্চতায় পৌঁছব শেয়ার বাজার। শুক্রবার বাজার খুলতেই ৬০,০০০ মার্কে পৌঁছে যায় সেনসেক্স। চাঙ্গা নিফটিও। ১৭,৯০০-তে পৌঁছে গিয়েছে নিফটি। গতকাল আমেরিকায় তাবর বড় কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলেই ভারতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। তার জেরেই শেয়ার বাজারের এই উত্থান বলে মনে করা হচ্ছে।

ঝেঁপে নামবে বৃষ্টি

ঝেঁপে নামবে বৃষ্টি

বঙ্গোপসাগরে আজই তৈরি হচ্ছে নিম্নচাপ। সঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত। ত্রিফলা আক্রমণে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকেই আবহাওয়ার পরিবর্তন। উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বইতে পারে ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি থাকবে হলুদ সতর্কতা। মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। শনিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বিষক্রিয়ায় অসুস্থ

বিষক্রিয়ায় অসুস্থ

একদিকে বন্যার জল। সেখানে ত্রাণ বিলি করা হচ্ছিল। তাই নিয়েই বিপত্তি, ত্রাণের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ১২ জন। তার মধ্যে ১০ জন শিশুও রয়েছে। ডোমজু়়ড়ের কাটালিয়া এলাকায় এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রামবাসীরা অভিযোগ করেছেন পঞ্চায়েত প্রধানের দিকে। কোন খাবার ত্রাণ শিবিরে দেওয়া হয়েছে তা নিয়ে পরীক্ষা শুরু হয়েছে।

বেকসুর তেলুগু দীপক

বেকসুর তেলুগু দীপক

বেকসুর খালাস মাওবাদী নেতা তেলুগু দীপক । আলিপুর ফাস্ট ট্র্যাক আদালত তাকে নির্দোষ বলে রায় দিয়েছে। নাশকতা, দেশদ্রোহিতা-সহ একাধিক অভিযোগে নাম জড়িয়েছিল তেলুগু দীপকের। ২০১০ সালে তাকে গ্রেপ্তার করেছিল সিআইডি। নন্দীগ্রামে মাওবাদী কার্যকলাপ, নাশকতা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছিল। সেই সব অভিযোগ থেকে তাকে মুক্তি দেয় আলিপুর আদালত। তবে বেকসুর খালাস হলেও এখনই মুক্তি পাচ্ছে না তেলুগু দীপক। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং নাশকতার অভিযোগ ছাড়াও আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। বাকি অভিযোগগুলি এখনও বিচারাধীন।

মমতার বার্তা

মমতার বার্তা

শুক্রবার ভবানীপুরের ভোটপ্রচারে এসে মমতা বলেছেন 'বাংলা নৌকার মতো। পাশাপাশি রাজ্যে বৃষ্টি হলে এখানে জল চলে আসে। আগে বৃষ্টি হলে ৭-১০ দিন জল থাকত। এখন অনেক পাম্পিং স্টেশন করা হয়েছে। বৃষ্টি বেশি হলে সতর্ক থাকুন। জল জমলে বিদ্যুতের খুঁটিতে হাত দেবেন না।' দমদম, খড়দহ, আগরপাড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, মালদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। সেই ঘটনাকেই হাতিয়ার করেছে বিরোধীরা। বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে বলেই দাবি। কলকাতায় জলছবির নেপথ্যে পুরসভার কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

মুর্শিদাবাদে বোমাবাজি

মুর্শিদাবাদে বোমাবাজি

নির্বাচনের আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজি। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাত ১১টা নাগাদ সিপিএম কর্মী মোজাফ্ফর হোসেনের বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। খবর পেয়ে আজ সকালে দলীয় কর্মীর বাড়িতে যান সামশেরগঞ্জের সিপিএম প্রার্থী মুদাস্সর হোসেন। হামলার নেপথ্যে তৃণমূল, দাবি বাম প্রার্থীর।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Daily News Update in Bengali: Kolkata, West Bengal, India and World News in brief for 23 September
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X