For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: আউশগ্রামে যুব তৃণমূল নেতা খুনে বহিষ্কার দলেরই সাত, প্রসূনের নিশানায় রাজীব

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

বঙ্গ সফরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

বঙ্গ সফরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সামনেই পুরসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আর রাজ্যের কর্মীদের মনোবল বাড়তে রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই তালিকায় রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। তবে কে কখন রাজ্যে আসবেন, তা এখনও ঠিক হয়নি।

প্রসূনের নিশানায় রাজীব

প্রসূনের নিশানায় রাজীব

তিনি বেঁচে থাকতে ভোটের আগে বেইমানি করা কাউকে হাওড়ায় ঢুকতে দেবেন না। প্রয়োজনে দল ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কাছে পড়ে থাকবেন। এদিন এমনটাই জানিয়েছেন, হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। নাম না করে তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন। এর আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আউশগ্রামে যুব তৃণমূল নেতা খুনে বহিষ্কার দলেরই সাত

আউশগ্রামে যুব তৃণমূল নেতা খুনে বহিষ্কার দলেরই সাত

পূর্ব বর্ধমানের আউশগ্রামে যুব তৃণমূল নেতা চঞ্চল বক্সির খুনের ঘটনায় ৭ জনকে দল থেকে বহিষ্কার করলেন অনুব্রত মণ্ডল। গত সাত সেপ্টেম্বর এই খুনের ঘটনা ঘটে। এরপর এলাকায় সক্রিয় সাত তৃণমূল নেতা আনাসুর মণ্ডল, কাদের মণ্ডল, হাসিবুল মোল্লা, বিশ্বরূপ মণ্ডল, হিমাংশু মণ্ডল, মনিরহোসেন মোল্লা এবং আয়ুব খানকে এদিন বহিষ্কারের কথা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতা অনুব্রত।

সিবিআই-ইডির শীর্ষ কর্তাদের কাজের মেয়াদ বাড়ল

সিবিআই-ইডির শীর্ষ কর্তাদের কাজের মেয়াদ বাড়ল

সিবিআই-ইডির শীর্ষ কর্তাদের কাজের মেয়াদ আরও তিনবছর বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। এর আগে দুই সংস্থার ডিরেক্টরদের কাজের মেয়াদ ছিল ২ বছর । কেন্দ্রের জারি করা অর্ডিন্যান্সের মাধ্যমে তা ৫ বছর করা হয়েছে।

রসগোল্লা দিবসে দেদার মিষ্টি বিলি

রসগোল্লা দিবসে দেদার মিষ্টি বিলি

রসগোল্লা দিবসে পথচারী ও ট্রাফিক পুলিশকে বিনামূল্যে মিষ্টি খাওয়ালেন হাওয়ার ব্যবসায়ীরা। ওড়িশার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে ৪ বছর আগে এই দিনে জিআই ট্যাগ পেয়েছিল পশ্চিমবঙ্গ। এই দিনটিকেই রাজ্যে রসগোল্লা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

দুর্গাপুর বিমানবন্দর উত্তরাখণ্ডে

দুর্গাপুর বিমানবন্দর উত্তরাখণ্ডে

মা উড়ালপুলের পুনরাবৃত্তি। মা উড়ালপুলকে ছবি ব্যবহার করে যোগী সরকারের কৃতিত্ব বলে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। এবার দুর্গাপুরের কাজি নজরুল বিমানবন্দরের পাশে উত্তরাখণ্ড লিখে বিতর্কে জড়াল অসামনির বিমান পরিবহণ মন্ত্রক। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।

বিহারের একের পর এক সাংবাদিক খুন

বিহারের একের পর এক সাংবাদিক খুন

শুক্রবার রাতে উদ্ধার করা হয়েছিল মধুবনী জেলার বেনিয়াপাত্তি এলাকার ২২ বছরের বুদ্ধিনাথ ঝাঁ ওরফে অবিনাশ ঝাঁ-এর মৃতদেহ। আরটিআই কর্মী হিসেবে পরিচয় ছাড়াও একটি অনলাইন মিজিয়ার কর্মী ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে তিনি বিহারের ভুয়ো ক্লিনিক নিয়ে একটি রিপোর্ট পোস্ট করেছিলেন। এরপর ৪ দিন নিখোঁজ থাকার পরে শুক্রবার রাতে অর্ধদগ্ধ দেহ উদ্ধার করা হয়। অন্যদিকে শুক্রবারে পূর্ণিয়ার স্থানীয় এক সাংবাদিক ঋতু সিংকে গুলি করে মারে দুষ্কৃতীরা। মৃত সাংবাদিকের পরিবারের সদস্যরা জেডিইউ বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী লেসি সিংকে অভিযুক্ত করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

বিএসএফ নিয়ে সরকারকে নিশানা রাজু বিস্তার

বিএসএফ নিয়ে সরকারকে নিশানা রাজু বিস্তার

সীমান্ত ওদের টাকা কামানোর জায়গা, সেই কারণেই বিএসএফ-এর শক্তিবৃদ্ধিতে প্রতিবাদ জানাচ্ছে সরকার। এমনটাই মন্তব্য দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তার। তিনি অভিযোগ করেছেন, সীমান্তে ড্রাগ পাচার, মাফিয়া রাজ, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ছাড়াও একটি রাজনৈতিক দলের টাকা কামানোর জায়গা হয়ে উঠেছে। সেই কারণে কেন্দ্রীয় সরকার য়খন পদক্ষেপ নিচ্ছে, তার বিরোধিতা করছে রাজ্য সরকার।

বিজেপি নেতার পুজোয় হাজির কুণাল

বিজেপি নেতার পুজোয় হাজির কুণাল

কলকাতায় সুকিয়া স্ট্রিটে বাড়ি রয়েছে শুভেন্দু অধিকারীর। সেখানেই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছে চারের পল্লি ক্লাব। এই ক্লাবের প্রধান শৌনক মারিক বিজেপি যুব মোর্চার কলকাতা জেলার সহ সভাপতি। এলাকায় বিজেপি সমর্থকদের ক্লাব বলে পরিচিত চারের পল্লি ক্লাবের পুজো অতিথি তৃণমূল নেতা কুণাল ঘোষ। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এলাকার বাসিন্দা কুণাল ঘোষকে স্থানীয় হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেতা।

জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা সনিয়ার

জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা সনিয়ার

নয়াদিল্লির শান্তিবনে জন্মবার্ষিকীতে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা জানালেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী। ছিলেন অন্য কংগ্রেস নেতারাও। জওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গোয়াতেও এবার 'দুয়ারে সরকার'! কেন্দ্রের বিজেপি সরকারের অর্ধেক প্রকল্প 'বাংলা মডেলে'র, তীব্র কটাক্ষ তৃণমূলেরগোয়াতেও এবার 'দুয়ারে সরকার'! কেন্দ্রের বিজেপি সরকারের অর্ধেক প্রকল্প 'বাংলা মডেলে'র, তীব্র কটাক্ষ তৃণমূলের

English summary
Daily News Update in Bengali: Kolkata, West Bengal, India and World News in brief for 14 November
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X