For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: মঞ্চে উত্তরবঙ্গের বিজেপি বিধায়কের উদ্দাম নাচ, মমতাকে চিঠি অধীরের

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

জ্বালানির দাম কমাতে মমতাকে চিঠি অধীরের

জ্বালানির দাম কমাতে মমতাকে চিঠি অধীরের

বিজেপি শাসিত রাজ্যের পাশাপাশি কংগ্রেস শাসিত একাধিক রাজ্য জ্বালানির ওপরে রাজ্যের শুল্ক কমিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এখনও সেই পথে না হাঁটায় এবার চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করিয়ে বলেছেন, নিজেও (মমতা) জ্বালানির দামের বিরুদ্ধে সরব হয়েছেন। কিন্তু দামে লাগাম পরাতে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। রাজ্যবাসীরা এব্যাপারে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

মহুয়া মৈত্রকে গোয়ার দায়িত্ব দিল তৃণমূল

মহুয়া মৈত্রকে গোয়ার দায়িত্ব দিল তৃণমূল

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে গোয়ার দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূল জানিয়েছে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে তৃণমূল নেতা লুইজিনো ফেলেইরোকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠানো হবে। গত প্রায় মাসদুয়ের ধরে গোয়ায় থেকে সেখানে সংগঠন বাড়ানোর কাজে যুক্ত রয়েছেন অপর তৃণমূসল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। একটা সময়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়ও সেখানে গিয়েছিলেন।

মঞ্চে বিজেপি বিধায়কের উদ্দাম নাচ

মঞ্চে বিজেপি বিধায়কের উদ্দাম নাচ

নিজের কেন্দ্রে বাড়ির কাছেই পুজোর জলসা। আর তাতেই উদ্দাম নাম বিজেপি বিধায়ক কৌশিক রায়ের। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল রয়েছে ( ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি)। এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি বলছে, এই নাচে কোনও রকমের অশ্লীলতা ছিল না।

নিখিল ভারত যুব ফেডারেশনের রাজ্য পরিষদের দুদিনের সভা শুরু

নিখিল ভারত যুব ফেডারেশনের রাজ্য পরিষদের দুদিনের সভা শুরু

নিখিল ভারত যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের দু'দিনের সভা শুরু হল প্রকাশ্য সভার মধ্যে দিয়ে। এদিন ঢাকুরিয়া বাসস্ট্যান্ডে এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি আফতাব আলম খান, রাজ্য সম্পাদক তাপস সিনহা, প্রাক্তন রাজ্য সভাপতি প্রবীর দেব, ৯২ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর মধুছন্দা দেব, মৌসুমী ঘোষ-সহ আরও অনেকে। সভাপতিত্ব করেন রাজ্য সভাপতি বিদ্যুৎ গাঙ্গুলি। সভায় বক্তারা কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকে আক্রমণ করেন।

ম্যানহোলে পড়ে মৃত্যু, মানতে নারাজ পুর প্রশাসকমণ্ডলী

ম্যানহোলে পড়ে মৃত্যু, মানতে নারাজ পুর প্রশাসকমণ্ডলী

তারক সিং সকলেই। ফিরহাদ হাকিম বলেছেন, খুব বেশি গভীর ছিল না। কেন ওই ব্যক্তির মৃত্যু তা তদন্ত করে দেখতে বলা হয়েছে। তারক সিং বলেছেন, ঘটনাটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখা হবে। স্থানীয় মানুষ ও পরিবারের সদস্যরা এব্যাপারে পুরসভাকে দায়ী করলেও, স্থানীয় কো-অর্ডিনেটর পূর্ত দফতরের ঘাড়ে দোষ চাপিয়েছেন।

মনিপুরে জঙ্গি হামলার নিন্দায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

মনিপুরে জঙ্গি হামলার নিন্দায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

মনিপুরের চূড়াচাঁদপুর জেলায় জঙ্গি হামলায় কমান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠী-সহ সাতজনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

 কলকাতায় লুইজিনো ফেলেইরো

কলকাতায় লুইজিনো ফেলেইরো

কলকাতায় এলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা লুইজিনো ফেলেইরো। নির্বাচনী প্রচার কৌশল নিয়ে আলোচনা করতেই তিনি কলকাতায় বলে জানা গিয়েছে। তবে অন্যদিকে জল্পনা, রাজ্যসভায় অর্পিতা ঘোষের ছেড়ে দেওয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। ১৬ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অসমের সুস্মিতে দেবের মতোই লুইজিনো ফেলেইরো পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

ফের অশান্তি আগরতলায়

ফের অশান্তি আগরতলায়

আগরতলা পৌর নিগমের নির্বাচনের আগে ফের অশান্তি। ১১ নম্বর ওয়ার্ডে বিজেপির দুষ্কৃতীরা তৃণমূলের পতাকা ফেস্টুন নষ্ট করার সময় বাধা দেওয়ায় সরকারি কর্মী শেখর দেববর্মাকে মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে সে জিবি হাসপাতলে চিকিৎসাধীন। ঘটনায় অভিযোগের তিন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

বনগাঁর তৃণমূল নেত্রীকে হুমকি বিজেপি বিধায়কের

বনগাঁর তৃণমূল নেত্রীকে হুমকি বিজেপি বিধায়কের

বনগাঁর তৃণমূল নেত্রী আলোরানি সরকারেকে হুমকি বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। বিজেপি বিধায়ককে বলতে শোনা যায়, তাদের কোনও নেতার গায়ে যদি হাত পড়ে এবং মিথ্যা মামলায় ফাঁসানো হয়, তেহলে আস্ত শরীর নিয়ে এলাকায় ফিরে যেতে পারবেন না তৃণমূল নেত্রী। পাশাপাশি ওই বিজেপি নেতা কটাক্ষ করে বলেছেন, নেত্রী স্বামী নেত্রীকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন।

উদ্ধার সুবীর চাকির একাধিক কার্ড

উদ্ধার সুবীর চাকির একাধিক কার্ড

গড়িয়াহাট থানার কাঁকুলিয়া রোডে সুবীর চাকির হত্যাকাণ্ডের ঘটনায় তল্লাশি ডায়মন্ডহারবারের বিভিন্ন খাল ও নালায়। মূল অভিযুক্ত ভিকি হালদারকে নিয়ে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। ইতিমধ্যে ফার্নরোডের ড্রেন থেকে ১৩ টি কার্ড উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য কলকাতা থেকে পালিয়ে মুম্বই গিয়ে এক নির্মীয়মান বহুতলে নিরাপত্তারক্ষীর কাজ নিয়েছিল ভিকি। পরে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

আবহাওয়ার খবর: বৃষ্টির ভ্রুকুটির মধ্যে ৫ দিনে ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরেআবহাওয়ার খবর: বৃষ্টির ভ্রুকুটির মধ্যে ৫ দিনে ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে

English summary
Daily News Update in Bengali: Kolkata, West Bengal, India and World News in brief for 13 November
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X