For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: বিজেপি জঞ্জালের দল, বললেন অনুব্রত! রাজ্যের আরও তিন মেডিক্যালে ক্যান্সার ইউনিট

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

অসমে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে মৃত্যু ১০ জনের

অসমে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে মৃত্যু ১০ জনের

ছটপুজোয় মর্মান্তিক দুর্ঘটনা অসমের করিমগঞ্জে। অটোরিক্সায় ফিরছিলেন অনেক পূণ্যার্থী। সেই সময় একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। চার মহিলা, দুই শিশু সমেত ১০ জনের মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে অসম-ত্রিপুরা রাজ্য সড়কের পাথরকান্ডির বৈঠখানে। নয়জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। এঁদের মধ্যে রয়েছেন অটোরিক্সা চালকও।

মেট্রোয় বাড়ল ট্রেনের সংখ্যা, বাড়ল সময়ও

মেট্রোয় বাড়ল ট্রেনের সংখ্যা, বাড়ল সময়ও

সকাল সাড়ে সাতটার বদলে সাতটা থেকে মেট্রোর পরিষেবা পাওয়া যাবে। রাতে পরিষেবা শেষ হবে সাড়ে ১০ টায়। সাড়া দিনে ছটি ট্রেন বাড়ানো হয়েছে। আগে দুটি ট্রেনের মধ্যে ৭ মিনিটের ফারাক ছিল, এখন তা কমিয়ে করা হয়েছে ৫ মিনিট।

রাজ্যের আরও তিন মেডিক্যালে ক্যান্সার ইউনিট

রাজ্যের আরও তিন মেডিক্যালে ক্যান্সার ইউনিট

রাজ্যের আরও তিনটি মেডিক্যাল কলেজ, কামারহাটির সাগর দত্ত, বর্ধমান ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চালু হতে চলেছে ক্যান্সার ইউনিট। এর মধ্যে সাগর দত্তের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। থাকতে চলেছে ক্যানসার চিকিৎসার আধুনিক সুবিধা।

বিজেপি জঞ্জালের দল

বিজেপি জঞ্জালের দল

অভিনেত্রী শ্রাবন্তীর চট্টোপাধ্যায়ের বিজেপি ত্যাগ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেছেন, বিজেপি জঞ্জালের দল। তিনি আরও বলেছেন কারপক্ষেই সেখানে থাকা সম্ভব নয়। মহিলাদের বিজেপি সম্মান দেয় না বলেো অভিযোগ করেছেন তিনি।

মামলা প্রত্যাহারের জন্য চাপের অভিযোগ নিহত বিজেপি কর্মীর দাদার

মামলা প্রত্যাহারের জন্য চাপের অভিযোগ নিহত বিজেপি কর্মীর দাদার

ভাইয়ের মৃত্যুর জন্য যে মামলা করা হয়েছে, তা প্রত্যাহারের জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলে লালবাজারে অভিযোগ দায়ের করলেন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিত সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। এদিন লালবাজারে তিনি লিখিত অভিযোগ দায়ের করে বলেছেন, তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। অভিজিত সরকারের খুনের মামলায় এখনও পর্যন্ত সিবিআই ২০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। প্রসঙ্গত ভোট গণনার পর দিনই কাঁকুড়গাছিতে খুন করা হয়েছিল অভিজিত সরকারকে।

রঘুনাথপুরে ধাক্কা বিজেপির

রঘুনাথপুরে ধাক্কা বিজেপির

পুরুলিয়ার রঘুনাথপুরের চেলিয়ামায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে ধাক্কা খেল বিজেপি। যে সদস্যের ওপর ভরসা করে বিজেপি অনাস্থা এনেছিল, ভোটাভুটির দেন সেই জেএমএম সদস্যই অনুপস্থিত থাকেন। ১৮ আসনের পঞ্চায়েতে বিজেপি জয়ী হয়েছিল ৯টি আসনে। ৫ টি আসনে তৃণমূল, ২ টিতে সিপিএম, জেএমএম একটি এবং নির্দলরা ১ টি আসনে জয়ী হন। বিজেপির তরফে অভিযোগ বোর্ড গঠনের দিন বিজেপির নয় সদস্যকে উপস্থিত থাকতে না দিয়ে ৫ আসন নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল। পরে এক সিপিএম এবং নির্দল সদস্য তৃণমূলে যোগ দেওয়া আসন বেড়ে হয় ৭। বিজেপির দরকার ছিল ১০ জনের সমর্থন। সেইমতো জেএমএম সদস্যের সমর্থন নিয়ে অনাস্থা আনলেও, তলবি সভায় হাজির হনননি তিনি। যার জেরে সভা বাতিল হয়ে যায়।

রাজ্যপালকে আক্রমণ অমিত মিত্রের

রাজ্যপালকে আক্রমণ অমিত মিত্রের

সোমবার রাজ্যের শিল্পায়নে সামিল হওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছিলেন, এমনটাই দাবি তৃণমূল সরকারের। কিন্তু পরের দিনই আগেকার শিল্পসম্মেলনে বিনিয়োগ প্রস্তাব এবং তা কার্যকর হওয়া নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি জারি করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এব্যাপারে রাজ্যপালকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। কটাক্ষ করে তিনি বলেছেন, রাজ্যপালের টুইট ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের ক্লাসিক কেস। রাজ্যপাল প্রথমে সহযোগিতার কথা বলে পাল্টা টুইট করেছেন, এই ঘটনাকে অমিত মিত্র স্মৃতিভ্রংশের সমস্যা বলে কটাক্ষ করেছেন।

তৃণমূলের যুব নেতার হুমকি নিয়ে বিতর্ক

তৃণমূলের যুব নেতার হুমকি নিয়ে বিতর্ক

ভাঙড়ে তৃণমূলের যুব নেতার হুমকি, বাংলায় আমাদের সরকার। বাংলায় পুলিশ আমাদের, প্রশাসন আমাদের, কাশীপুর থানার আইসি আমাদের। কেএলসি থানার আইসি আমাদের। আগামী দিনে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। হুমকি দেওয়া নেতা হলেন ডায়মন্ডহারবার-যাদবপুরের সাংগঠনিক জেলার যুব সভাপতি অভীক মজুমদার। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, যাঁরা আইএসএফকে মদত দেবেন, তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল নেতা এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছে সিপিএম এবং বিজেপি।

রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে প্রবেশ নিষেধ

রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে প্রবেশ নিষেধ

বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। বৃহস্পতিবার সন্ধে ছটা পর্যন্ত সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। ছটপুজোয় দূষণ রুখতে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ কার্যকর করতেই এই ব্যবস্থা। তবে কোথায় কোথায় ছটপুজো করা যাবে তা নিয়ে কলকাতা পুরসভার তরফ থেকে হোর্ডিং দিয়ে জানানো হয়েছে।

মুর্শিদাবাদে মন্ত্রী ও বিধায়কের ওপরে হামলার ঘটনায় গ্রেফতার ১৬

মুর্শিদাবাদে মন্ত্রী ও বিধায়কের ওপরে হামলার ঘটনায় গ্রেফতার ১৬

বুধবার মুর্শিদাবাদের বড়ঞায় মন্ত্রী ও বিধায়কের ওপরে হামলার ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি করে তৃণমূল ভবনে চিঠি দিয়েছেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বুধবার রাতে তাঁর এবং মন্ত্রী সুব্রত সাহার গাড়ির ভাঙচুর করা হয়। বিধায়ক অভিযোগ করেছিলেন এই হামলার পিছনে রয়েছে বড়ঞা ব্লক তৃণমূলের এবং যুব তৃণমূলের সভাপতি।

নর্দমা থেকে উদ্ধার রোগী

নর্দমা থেকে উদ্ধার রোগী

হুগলির স্টেট জেনারেল হাসপাতালের নর্দমা থেকে উদ্ধার করা হল এক রোগীকে। হাতে স্যালাইনের চ্যানেল, চিৎকার করছেন বাঁচাও-বাঁচাও বলে। চিৎকারে অন্য রোগীর পরিবারের লোকেরা এসে উদ্ধার করে নার্সের কাছে নিয়ে যান। কিন্তু হাসপাতালে ভর্তি রোগী কীভাবে নর্দমায় এসে পড়লেন, তার উত্তর মেলেনি।

আবহাওয়ার খবর: শীতের আমেজে বৃষ্টির ভ্রুকুটি! উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া একনজরেআবহাওয়ার খবর: শীতের আমেজে বৃষ্টির ভ্রুকুটি! উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া একনজরে

English summary
Daily News Update in Bengali: Kolkata, West Bengal, India and World News in brief for 11 November
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X