For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলের ১ম করোনা ভাইরাস আক্রান্তের সঙ্গে কলকাতায়, ৮ যাত্রীকে চিহ্নিত করল রাজ্য স্বাস্থ্য দফতর

ভারতে প্রথম করোনা ভাইরাস আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে কেরলে। তিনি চিন থেকে এসেছিলেন ২৩ জানুয়ারি। সেই ব্যক্তির সঙ্গে চিন থেকে এসেছিলেন এই রাজ্য ও পার্শবর্তী রাজ্যের আট বাসিন্দা।

  • |
Google Oneindia Bengali News

ভারতে প্রথম করোনা ভাইরাস আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে কেরলে। তিনি চিন থেকে এসেছিলেন ২৩ জানুয়ারি। সেই ব্যক্তির সঙ্গে চিন থেকে এসেছিলেন এই রাজ্য ও পার্শবর্তী রাজ্যের আট বাসিন্দা। তাঁরা বিমানে কেরলের বাসিন্দার আগে ও পরে বসেছিলেন। একইসঙ্গে চিহ্নিত করা হয়েছে ওই ব্যক্তির পাশে বসা ব্যক্তিকে। এছাড়াও সেই বিমানের ১০ জন কর্মীও কলকাতায় থাকেন। তাদের আগামী কয়েকদিন নজরদারিতে থাকতে বলা হয়েছে।

৮ বিমানযাত্রী চিহ্নিত

৮ বিমানযাত্রী চিহ্নিত

২৩ জানুয়ারি নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে নামা এই আটজনের মধ্যে একজন আসানসোল এবং অপরজন ওড়িশার বাসিন্দা বলে আগেই জানা গিয়েছিল। রাজ্য স্বাস্থ্য দফতর রবিবার বাকি ছয়জনকে চিহ্নিত করেছে।
কেরলের করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির সামনে কিংবা পিছনের চারটি সিটে বসা ৩ যাত্রীর সবাই চিনের নাগরিক। এছাড়াও একজন দিল্লি এবং অপর ২ জন কলকাতায় থাকেন। চিনের বাসিন্দা ৩ জন দেশে ফিরে গিয়েছেন। অন্যদিকে দিল্লির বাসিন্দা বাড়িতে ফিরে দিয়েছেন।

স্বাস্থ্যবিধি মানতে নির্দেশ

স্বাস্থ্যবিধি মানতে নির্দেশ

পশ্চিমবঙ্গের যেসব বাসিন্দা ওই বিমানে ছিলেন তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত বিধি মানতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে। বাড়িতেই তাঁদের আলাদা থাকতে বলা হয়েছে। রক্তের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সেইসব ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর।

৩০ জানুয়ারি দেশে প্রথম আক্রান্ত চিহ্নিত

৩০ জানুয়ারি দেশে প্রথম আক্রান্ত চিহ্নিত

৩০ জানুয়ারি দেশে প্রথম কেরলে করোনা ভাইরাস আক্রান্ত চিহ্নিত হয়। উহান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই ব্যক্তি। তিন থেকে ফিরেছিলেন ২৩ জানুয়ারি। উহান থেকে কলকাতা হয়েই কেরল গিয়েছিলেন তিনি। এৎপর করোনা ভাইরাসে লক্ষণ দেখা দেওয়ায় ত্রিশুর জেনারেল হাসপাতালের নির্দিষ্ট ওয়ার্ডে রাখা হয়।

করোনা ভাইরাসে আক্রান্ত ২য় ব্যক্তিও কেরলের

করোনা ভাইরাসে আক্রান্ত ২য় ব্যক্তিও কেরলের

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তিও কেরলের বাসিন্দা। তিনিও চিন থেকে ফিরেছেন।

English summary
West Bengal Health Dept traces eight passengers who travelled with Kerala resident from China on 23 January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X