For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিতরাং থেকে বাঁচল এপার বাংলা, চার রাজ্যে জারি লাল সতর্কতা! শুষ্ক আবহাওয়া না শীত, একনজরে পূর্বাভাস

ঘূর্ণিঝড় সিতরাং থেকে বাঁচল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। আবহাওয়া দফতরের তরফে প্রথমে এই ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়ে যাওয়ার কথা বলা হলেও, পরে ইঙ্গিত করা হয়েছিল, তা অনেকটা দূর দিয়

  • |
Google Oneindia Bengali News

ঘূর্ণিঝড় সিতরাং থেকে বাঁচল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। আবহাওয়া দফতরের তরফে প্রথমে এই ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়ে যাওয়ার কথা বলা হলেও, পরে ইঙ্গিত করা হয়েছিল, তা অনেকটা দূর দিয়েই যাবে। সোমবার রাতেই তা হয়। বাংলাদেশের স্থলভাবে প্রবেশের সময় সিতরাং-এর বেগ যথেষ্টই বেশি ছিল। তবে আবহাওয়া দফতরের তরফে উত্তর-পূর্বের চার রাজ্যে এই সিতরাং-এর প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এদিন হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আপাতত দিন ও রাতের তাপমাত্রার তেমন বড় কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের দু-একটি জায়গা বাদ দিলে এদিনের আবহাওয়া মূলক শুকনো থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও নদিয়া ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় সকালের দিকে হাল্কা বৃষ্টি হলেও বিকেলের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ব্যাপারে যে সতর্কতা জারি ছিল, তা এদিন বিকেলের পর থেকে তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকলেও, বিকেলের দিকে তা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন শুষ্ক আবহাওয়া থাকবে। ২৬ অক্টোবর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে একটি বেসরকারি আবহাওয়া সংস্থা।

উত্তর-পূর্বের চার রাজ্যে লাল সতর্কতা

উত্তর-পূর্বের চার রাজ্যে লাল সতর্কতা

আবহাওয়া দফতরের তকফে অসম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরার জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির ইঙ্গিত দিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এই চার রাজ্যের মধ্যে ত্রিপুরায় অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। মেঘালয়ের ক্ষেত্রে বাংলাদেশের সীমান্তবর্তী চার জেলা পূর্ব ও পশ্চিম জয়ন্তিয়া পাহাড়, পূর্ব খাসি পাহাড় এবং দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড়ে এদিনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রাতে আছড়ে পড়ার পরে বাংলাদেশে তাণ্ডব ঘূর্ণিঝড় সিতরাং-এর! এখনও পর্যন্ত মৃত ৯, অভিমুখ উত্তর-পূর্ব ভারতরাতে আছড়ে পড়ার পরে বাংলাদেশে তাণ্ডব ঘূর্ণিঝড় সিতরাং-এর! এখনও পর্যন্ত মৃত ৯, অভিমুখ উত্তর-পূর্ব ভারত

English summary
West Bengal escapes from Cyclone Sitrang, red alert issues in four NE states, dry weather or winter, forecast of Weather Office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X