For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮ দফায় পশ্চিমবঙ্গে নির্বাচনে অনৈতিক সিদ্ধান্ত বাতিল হোক, সুপ্রিম কোর্টে খারিজ আবেদন

৮ দফায় পশ্চিমবঙ্গে নির্বাচনে অনৈতিক সিদ্ধান্ত বাতিল হোক, সুপ্রিম কোর্টে খারিজ আবেদন

Google Oneindia Bengali News

৮ দফাতে বাংলায় হবে বিধানসভা নির্বাচন। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল আবেদন। ৮ দফায় বাংলায় বিধানসভা ভোট করানোর সিদ্ধান্ত অনৈতিক বলে দাবি করে শীর্ষ আদালতে মামলা করেছিলেন এমএল শর্মা নামে এক আইনজীবী। সেই আবেদন মঙ্গলবার খারিজ করে দেয় শীর্ষ আদালত। একই সঙ্গে জয় শ্রীরাম স্লোগান নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি।

সুপ্রিম কোর্টে খারিজ আবেদন

সুপ্রিম কোর্টে খারিজ আবেদন

সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল পশ্চিমবঙ্গের ৮ দফা বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে করা আবেদন। আইনজীবী এমএল শর্মা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, ৮ দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সিদ্ধান্তু একেবারেই অনৈতিক। অবিলম্বে বালিত করা হোক এই নির্বাচন। সুপ্রিম কোর্টে বুধবার সেই আইনজীবীর আবেদন খারিজ করে দেয়। এমনকী জয় শ্রীরাম স্লোগান ঘটনার সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছিল সেই আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে।

৮ দফায় ভোট বাংলা

৮ দফায় ভোট বাংলা

পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে ৮ দফায় ভোট গ্রহণের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৮ দফার ভোটে জেলা গুলিকে ভাগ করা হয়েছে। এক একটি জেলায় ২ থেকে ৩ দফায় ভোট করানো হবে। দক্ষিণবঙ্গের জেলা গুলিতেই বেশি দফায় ভাগ করা হয়েছে। উত্তরবঙ্গের জেলা গুলিতে এক দফাতেই ভোট হচ্ছে। আবার শুধু মাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ৩ দফায় ভোট করানোর কথা ঘোষণা করা হয়েছে। ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ।

 প্রবল আপত্তি তৃণমূল কংগ্রেসের

প্রবল আপত্তি তৃণমূল কংগ্রেসের

পাঁচ রাজ্যের মধ্যে কেবল মাত্র পশ্চিমবঙ্গেই ৮ দফায় ভোট করানো হচ্ছে। অসম,তামিলনাড়ু, কেরল, পণ্ডীেচরী সর্বত্র কম দফায় ভোট করাচ্ছে নির্বাচন কমিশন। কেবল মাত্র পশ্চিমবঙ্গে ৮ দফা ভোট। এই নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রবল আপত্তি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিজেপির কথা শুনে নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে। বেেছ তৃণমূলের ভোট বেশি এমন জেলা গুলিতে বেশি দফায় ভোট করানো হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।

 ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

একুেশর বিধানসভা ভোটে নজির বিহিন ভাবেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রথম দফার ভোটের আগেই রাজ্যে ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে যাবে বলে জানানো হয়েছে।ইতিমধ্যেই ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে রাজ্যে। তারা জেলায় জেলায় রুচ মার্চও শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন কাজনৈতিক দলের অভিযোগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

English summary
West Bengal Assembly Eection 2021: Supreme Court dissmiss PIL On Bengal Assembly Election case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X