For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একসপ্তাহে পরিস্থিতির আমূল পরিবর্তন, হিন্দি বলয়ে করোনা সংক্রমণ বেড়েছে কয়েক গুণ

Google Oneindia Bengali News

গত এক সপ্তাহে ভারতে করোনার ভয়াবহ চিত্র সামনে এসেছে। সমস্ত রেকর্ড ভেঙে দেড় লক্ষের গণ্ডি ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ। এই আবহে মহারাষ্ট্রের পাশাপাশি এবার হিন্দি বলয়ের রাজ্যগুলিতেও করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত এক সপ্তাহে হিন্দি বলয়ের একাধিক রাজ্যে করোনার কেস বেড়েছে কয়েক গুণ।

কোথায় করোনা বেড়েছে ২০০ শতাংশ কোথাও ৪ গুণ

কোথায় করোনা বেড়েছে ২০০ শতাংশ কোথাও ৪ গুণ

সরকারি হিসেব বলছে, বিহারে এক সপ্তাহের ব্যবধানে দৈনিক সংক্রমণ বেড়েছে ৩৩৪ শতাংশ। এছাড়া উত্তরপ্রদেশে ২৮১ শতাংশ, রাজস্থানে ১৮৩ শতাংশ, ঝাড়খণ্ডে ১৮২ শতাংশ করোনা কেসের সংখ্যা বেড়েছে। এদিকে কুম্ভ শুরুর আগেই উত্তরাখণ্ডে ১৭৫ শতাংশ করোনা কেস বেড়েছিল। এদিকে অসমে করোনার সাপ্তাহিক সংক্রমণ বেড়েছে ৪ গুণ।

হরিয়ানাতেও নাইট কার্ফু জারি

হরিয়ানাতেও নাইট কার্ফু জারি

এদিকে পাঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের পর এবার হরিয়ানাতেও নাইট কার্ফু জারি করল সে রাজ্যের সরকার৷ সোমবার থেকে শুরু হওয়া এই নাইট কার্ফু প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে৷ সংবাদ সংস্থা পিটিআই মারফত এই নাইট কার্ফুর কথা ঘোষণা করেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ৷

মৃত্যুর সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে

মৃত্যুর সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই নাইট কার্ফু লাগু থাকবে বলে জানিয়েছেন অনিল ভিজ৷ পরবর্তী সময়ে পরিস্থিতি বুঝে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ভিজ৷ প্রসঙ্গত, হরিয়ানায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ মৃত্যুর সংখ্যাও সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে৷

অবনতি হচ্ছে রাজধানীর করোনা পরিস্থিতি

অবনতি হচ্ছে রাজধানীর করোনা পরিস্থিতি

এদিকে ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর করোনা পরিস্থিতি৷ যার জেরে দিল্লির একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালকে ফের একবার কোভিড হাসপাতালে রূপান্তরিত করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ সোমবার দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন কেজরিওয়াল ৷ সেই বৈঠকের পরই ঘোষণা করা হয় নয়া সিদ্ধান্ত৷

সোমবার একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী

সোমবার একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী

এই বিষয়ে দিল্লি সরকারের এক আধিকারিক জানিয়েছেন, 'করোনা পরিস্থিতি নিয়ে সোমবার একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ দিল্লির সমস্ত হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি৷ বৈঠকে স্থির হয়েছে, কোভিড মোকাবিলায় দিল্লির একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালকে ফের একবার করোনা হাসপাতালে রূপান্তরিত করা হবে৷'

দিল্লিবাসীর কাছে কেজরিওয়ালের আবেদন

দিল্লিবাসীর কাছে কেজরিওয়ালের আবেদন

এদিনের বৈঠকের পর দিল্লিবাসীর কাছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আবেদন, সকলে কোভিড বিধি মেনে চলুন৷ একান্ত প্রয়োজন না হলে কেউ যাতে হাসপাতালে না যান, আমজনতার উদ্দেশ্যে সেই আবেদনও করেছেন তিনি৷ একইসঙ্গে, দিল্লিবাসীকে দ্রুত করোনার টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

English summary
Weekly Coronavirus cases in Hindi speaking state on the rise, infection accounts to several folds
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X