For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়েতে ঘোড়ায় চেপে এলেন কনে,মন্ত্রের জায়গায় পাঠ হল 'সংবিধান'! এই বিবাহ বাসরের খবর তাক লাগাতে বাধ্য

বিয়েতে ঘোড়ায় চেপে এলেন কনে,মন্ত্রের জায়গায় পাঠ হল 'সংবিধান'!এই বিবাহ বাসরের খবর তাক লাগাতে বাধ্য

  • |
Google Oneindia Bengali News

আমন্ত্রিরা সকলেই আসরে প্রবেশ করে ভেবেছিলেন আগে কনে দেখবেন, তারপর বর আসলে হুড়মুড়িয়ে দেখা হবে বরকে। চলবে বর বরণের পালা। কিন্তু রাজস্থানের আলওয়ারের যে বিবাহ বাসরের খবর আপনাদের দেয়া হচ্ছে, সেখানে ঘটে গিয়েছে এক্কেবারে উল্টো কাণ্ড! এখানে ঘোড়ার গাড়িতে রাজকীয়ভাবে এসেছে বউ, আর রথ থেক নেমে কনে বিবাহ বাসরে এসে বিয়ে করেছেন বরকে।

বিয়েতে ঘোড়ায় চেপে এলেন কনে,মন্ত্রের জায়গায় পাঠ হল সংবিধান! এই বিবাহ বাসরের খবর তাক লাগাতে বাধ্য

গোটা বিবাহ বাসর চত্বর ছিল প্লাস্টিক মুক্ত। বিয়েতে ডাকা হয়নি কোনও পুরোহিতকে। পুরোহিত ছাড়া এই বিয়ের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাম্যবাদ। পুরুষ ও মহিলা যে সমান , তার প্রমাণ দিতেই এই বিয়ে।

রাজস্থানের আলোয়াড়ের কারোলি গ্রামের এই বিয়ে হয়েছে অজয় জাতভ ও ববিতার মধ্যে। অজয় পেশায় বেসরকারী কর্মচারি। হায়দরাবাদে তিনি কর্মরত। আর রাজস্থানে নিজের বিয়েতে কোনও মতেই তিনি পুরোহিতকে ডাকতে চাননি। বরং বিয়ে হয়েছে ভারতীয় সংবিধানের শপথ নিয়ে। আমন্ত্রিতদের কাছ থেকে নেওয়া হয়নি কোনও উপহারও। তার বদলে
উল্টে সদ্যবিবাহিত স্বামী স্ত্রী দিয়েছেন উপহার।

উপঢৌকনে আমন্ত্রিতদের কাছে গিয়েছে প্রচুর বই। আর এই বইগুলি দিয়েই যাতে গ্রামে নতুন লাইব্রেরি খোলা যায়, তার ই ইচ্ছে প্রকাশ করেছে নবদম্পতি। পাশাপাশি, দলিত অত্যাচারে জর্জরিত রাজস্থানের ওই ছোট্ট গ্রামে আমন্ত্রিত সকলকে নবদম্পতি দিয়েছেন একটি করে ভারতীয় সংবিধানের 'কপি'। যাতে সকলেই নিজের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারেন। সাম্প্রতিককালে এমন বিয়ের 'সুখবর' বড় 'খবর' হয়ে উঠেছে এলাকায়।

English summary
Wedding in rajasthan takes places without oreist, bride came in horse .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X