For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজধানী দিল্লিতে 'হাই অ্যালার্ট'! ফুঁসে উঠছে যমুনা

ফুঁসে উঠছে যমুনা। ক্রমেই জলস্তর বাড়তে শুরু করেছে এই নদীতে। আর তার ফলেই রাজধানী দিল্লি এই মুহূর্তে 'হাই অ্যালার্ট'-এ।

  • |
Google Oneindia Bengali News

ফুঁসে উঠছে যমুনা। ক্রমেই জলস্তর বাড়তে শুরু করেছে এই নদীতে। আর তার ফলেই রাজধানী দিল্লি এই মুহূর্তে 'হাই অ্যালার্ট'-এ। হরিয়ানা থেকে ক্রমাগত দিল্লির দিকে ঢুকে যাচ্ছে জল, আর তারফলেই জলস্তর বাড়ছে যমুনাতে। যা দিল্লিবাসীর বিপদের পরিমাণ বাড়িয়ে তুলছে।

রাজধানী দিল্লিতে হাই অ্যালার্ট! ফুঁসে উঠছে যমুনা

মোট ৪ লাখ ৩০ হাজার ৮১৭ কিউসেক জল ছাড়া হয়েছে হরিয়ানার হাথিনিকুণ্ড বাঁধ থেকে। তারপর থেকেই ফুঁসে উঠছে যমুনা। আর এই জল ছাড়ার জন্য রাজধানী দিল্লিতে যমুনা নগরে হাই অ্যালার্ট জারি হয়। হরিয়ানা থেকে শুধু জল ছাড়ার জন্যই নয় , গোটা উত্তরভারত জুড়ে বৃষ্টি ও দিল্লিতে প্রবল বর্ষণের জেরে পরিস্থিতি ক্রমেই পাল্টাতে শুরু করে। শনিবার জুড়ে বৃষ্টি হতে থাকে গোটা রাজধানীতে। এরপরই আবহাওয়া ঘিরে উদ্বেগ বাড়ছে দিল্লিতে।

[আরও পড়ুন: আপাতত অতি বৃষ্টি থেকে রেহাই কলকাতার! তবে রাজ্যের এই অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের][আরও পড়ুন: আপাতত অতি বৃষ্টি থেকে রেহাই কলকাতার! তবে রাজ্যের এই অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের]

এদিকে, দিল্লির যমুনা নগর প্রশসানের তরফে জানানো হয়েছে, যেকোনও রকমের পরিস্থিতি সামলাতে আপাতত তৎপর প্রশাসন। তারা জানিয়েছে প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণের মতো সমস্ত রকমের ব্যবস্থা সরকারের রয়েছে।

English summary
Weather Update Of delhi:Capital on high alert as Yamuna water level continues to rise.delhi, weather, india , flood, rain,দিল্লি, আবহাওয়া, ভারত, বন্যা, বৃষ্টি
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X