
Weather update: গতি পেয়েছে মৌসুমী বায়ু, প্রাক বর্ষার বৃষ্টি নিয়ে কী খবর শোনাল হাওয়া অফিস
দেবদূতের মতই গতকাল হাজির হয়েছিল ঝড়-বৃষ্টি। লহমায় স্বস্তি ফেরে শহরে। প্যাচপ্যাচে ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে। আবহাওয়া অফিস সূত্রে খবর উত্তরবঙ্গে থমকে থাকা মৌসুমী বায়ু এবার গতি পেয়েছে। ধীরে ধীরে এগোচ্ছে দক্ষিণবঙ্গের দিকে। কিন্তু বুধবারে শহরে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ফের পারা চড়তে পারে ৪০ ডিগ্রিতে।

স্বস্তির বর্ষণ শহরে
অবশেষে স্বস্তির বর্ষণ হয়েছে শহরে। গতকাল বিকেল থেকেই আকাশে মেঘের আনাগোনা দেখা গিয়েছিল। তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছিল। তারপরেই সন্ধে বেলা প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। তার জেের ভ্যাপসা গরম থেকে রেহাই পেয়েছেন শহরবাসী। তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমেছে। অনেকটাই স্বস্তি পেয়েছেন শহরবাসী। অন্তত রাতে নিশ্চিন্তে ঘুমোতে পেরেছেন তাঁরা। শুধু শহর কলকাতায় নয়। বর্ষণ হয়েছে শহরতলীতেও। কলকাতা সংলগ্ন একাধিক জেলাতে স্বস্তির বৃষ্টি হয়েছে গতকাল।

গরম থেকে মুক্তি নেই
গতকাল বর্ষণের জেরে কিছুটা তাপমাত্রা কমলেও গরম থেকে আপাতত রেহাই নেই এমনই জানিয়েছে হাওয়া অফিস। ফের তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিতে উঠতে চলেছে পারদ। কাজেই ভ্যাপসা গরম থেকে আপাতত মুক্তি নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। কবে বর্ষার দাক্ষিণ্য মিলবে দক্ষিণবঙ্গে এই অপেক্ষাতেই রয়েছেন শহরবাসী। তবে এখনও সেরকম আশার খবর শোনাতে পারেনি আবহাওয়া দফতর। বুধবার শহরে তেমন বর্ষণের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

গতি পেয়েছে মৌসুমী বায়ু
তবে কিছুটা হলেও সুখবর মিলেছে। উত্তরবঙ্গে থমক থাকা মৌসুমী বায়ু নাকি গতি পেয়েছে। ধীরে ধীরে উত্তরবঙ্গ থেকে এগোতে শুরু করেছে মৌসুমী বায়ু। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা প্রবেশ করবে। অর্থাৎ কিছুটা হলেও বর্ষা গতি পেয়েছে। ততেই আশায় বুক বাঁধছে দক্ষিণবঙ্গের বসিন্দারা। আগামিকাল দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা প্রবেশ করবে। তার জেরে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মালদাহ, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস
উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার দাপট বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৫ দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক নদীর জল বাড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে।
৯০০০ ছুঁই ছুঁই দেশের দৈনিক করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় রেকর্ড বাড়ল আক্রান্তের সংখ্যা