For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিমুখ বদলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’! কোন উপকূল টার্গেট জানাল হাওয়া অফিস

অভিমুখ বদলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’! কোন উপকূল টার্গেট জানাল হাওয়া অফিস

Google Oneindia Bengali News

সুপার সাইক্লোন আম্ফান ভারতীয় পূর্ব উপকূলে তাণ্ডব চালিয়ে গিয়েছে। তছনছ করে দিয়েছে বাংলার সুন্দরবন উপকূল। এবার পরবর্তী ঘূর্ণিঝড় 'নিসর্গ' পশ্চিম উপকূলে তাণ্ডব চালানোর জন্য শক্তি সঞ্চয় করছে। গভীর নিম্নচাপ ক্রমেই অভিমুখ বদল করেছে। ওমানের দিক থেকে পূর্ব দিকে ঘুরে এখন ভারতীয় উপকূল অভিমুখে গতি সঞ্চার করছে।

দিকবদল করে ঝড় ধেয়ে আসছে ভারতীয় উপকূলে

দিকবদল করে ঝড় ধেয়ে আসছে ভারতীয় উপকূলে

আরব সাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। তা দিকবদল করে ধেয়ে আসছে ভারতীয় উপকূলের দিকে। দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘নিসর্গ' আছড়ে পড়তে পারে ভারতীয় পশ্চিম উপকূলে। মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে আগামী ৩ জুন আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।

গভীর নিম্নচাপ ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে

গভীর নিম্নচাপ ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে

আইএমডি রবিবার সতর্কবার্তায় জানিয়েছে, আরব সাগর ও লাক্ষাদ্বীপের পাশে দক্ষিণ-পূর্ব আরব সাগরে অবস্থানরত নিম্নচাপ ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সব ঠিকঠাক চলছে মহারাষ্ট্র থেকে গুজরাট উপকূলে তা আছড়ে পড়বে বুধবার। ঝড়ের তীব্রতা কতটা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাও স্পষ্ট হয়ে যাবে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা, নিষেধাজ্ঞা

আবহাওয়া দফতরের সতর্কবার্তা, নিষেধাজ্ঞা

আইএমডির তরফে সতর্কতবার্তা সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ৪ জুন পর্যন্ত সাগরে নামা যাবে না। হাওয়া অফিস জানিয়েছে, মহারাষ্ট্রের দক্ষিণ উপকূলে ২ থেকে ৪ জুন প্রবল বৃষ্টি হবে। ঝড় বইবে। উত্তর উপকূলে ২ থেকে ৩ জুন ঝড়-বৃষ্টি হবে। আর গুজরাট, দিউ ও দমনে ৩ থেকে ৫ জুন দুর্যোগ চলবে।

নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের হাত ধরে কেরলে বর্ষা

নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের হাত ধরে কেরলে বর্ষা

আবহাওয়া দফতরে আরও জানিয়েছে, এই নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের হাত ধরেই কেরলে প্রবেশ করবে বর্ষা। ১ জুন থেকে বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা প্রবল। মহারাষ্ট্র বর্ষা ঢুকবে ১০ জুন কেরলে ইতিমধ্যে বর্ষা পৌঁছে গিয়েছে বলে বেসরকারি আভহাওয়া সংস্থা জানায়। কিন্তু তা নাকচ করে দিয়েছে দিল্লির মৌসম ভবন।

 আরব সাগরে মোট দুটি ঘূর্ণিপাক তৈরি হয়েছে

আরব সাগরে মোট দুটি ঘূর্ণিপাক তৈরি হয়েছে

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আরব সাগরে মোট দুটি ঘূর্ণিপাক তৈরি হয়েছে। একটি অন্য অভিমুকে গেলেও অপরটি ভারতীয় উপকূল অভিমুখে ধেয়ে আসবে। এবং তা বুধবারের মধ্যে মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে আছড়ে পড়ার কথা। এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম উপকূলে দুর্যোগ আসন্ন।

 আম্ফানের পর নিসর্গ আসবে কি না, অপেক্ষা

আম্ফানের পর নিসর্গ আসবে কি না, অপেক্ষা

আম্ফান যেতে না যেতেই পরবর্তী ঘূর্ণিঝড় নিসর্গের আগমন নিয়ে রটনা শুরু হয়েছিল। কিন্ত এবার সত্যিই ঘূর্ণিপাক তৈরি হল আরব সাগরে। ঘূর্ণিঝড় নিসর্গের ধেয়ে আসার পালা এবার। তবে এই ঝড়ের গতিবেগ কত হবে, তা জানা গেলেই স্পষ্ট হবে এই ঝড় ঘূর্ণিঝড়ের রূপ নেবে বা নিসর্গ নামে উল্লেখিত হবে কি না।

হাতে নেই পয়সা, না খেতে পেয়ে মরতে হত! ঘরে ফিরে এবার বেকারত্ব, বৈষম্যের বিরুদ্ধে লড়াই পরিযায়ীদেরহাতে নেই পয়সা, না খেতে পেয়ে মরতে হত! ঘরে ফিরে এবার বেকারত্ব, বৈষম্যের বিরুদ্ধে লড়াই পরিযায়ীদের

English summary
Weather update in India : Cyclone Nisarga can rush toward west coast of India. IMD forecasts another Cyclone will come,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X