কোথাও ভারী বৃষ্টি, কোথাও গরম বৃদ্ধির পূর্বাভাস! উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া একনজরে
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি না থাকলেও বেশ কয়েকটি জেলার অবস্থা খুবই খারাপ। বিশেষ করে হুগলির খানাকুল-গোঘাট-আরামবাগ কিংবা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। ডিভিসি থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ায় পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার বিস্তীর্ণ এলাকার পরিস্থিতিও খারাপ। আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকাল পর্যন্ত হিমালয় সংলগ্ন অংশ তথা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ অগাস্ট বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২-৩ দিনে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ অগাস্ট বুধবার সকালের মধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে ৪ ও ৫ অগাস্ট নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। তবে এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। পাশাপাশি আগামী ২-৩ দিন দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বর্দবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন চাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.৮ (২৫.১)
বালুরঘাট ২৫.৬ ( ২৬.৩ )
বাঁকুড়া ২৫.৯ ( ২৫)
ব্যারাকপুর ২৭ ( ২৬.৪)
বহরমপুর ২৫ ( ২৫ )
বর্ধমান ২৫ (২৫.৪)
ক্যানিং ২৬ (২৫)
কোচবিহার ২৬.২ ( ২৭.১)
দার্জিলিং ১৬.২ (১৬.৪)
দিঘা ২৭.৫ ( ২৭.৭)
কলকাতা ২৮.৪ (২৭.১)
মালদহ ২৭.৫ (২৭.১)
পানাগড় ২৭.২ ( ২৬.৫)
পুরুলিয়া ২৫.১ (২৪.১)
শিলিগুড়ি ২৬.১ ( ২৫.৭)
শ্রীনিকেতন ২৬.৪ ( ২৫.৬ )

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। যা আগামী দুদিনে ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে।
একটি মৌসুমী অক্ষরেখা অনুপগড়, নারাউল, উত্তর প্রদেশের ওপরে থাকা নিম্নচাপ কেন্দ্রের মধ্যে দিয়ে গয়া, পুরুলিয়া, ক্যানিং হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরেকটি নিম্নচাপ অবস্থান করছে হরিয়ানার দক্ষিণ অংশ এবং সংলগ্ন এলাকার ওপরে। তবে তা শক্তি হারিয়েছে।
এর জেরে ৫ অগাস্টের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশে। ৪ অগাস্টের মধ্যে অতিরিক্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশের কোথাও কোথাও। ৫ অগাস্টের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব রাজস্থানে। বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম রাজস্থানে।
উত্তর ভারতের কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তর প্রদেশ। ৫ অগাস্টের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে হরিয়ানায়, আর ৪ অগাস্টের মধ্যএ হিমাচল প্রদেশে।
অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আপাতত বৃষ্টিপাত কমই থাকতে চলেছে। এই পরিস্থিতি আগামী তিনদিন বজায় থাকবে মধ্য ভারত, মহারাষ্ট্র এবং গুজরাতেও।