সাগরে নিম্নচাপ! ১০০ বছরে অক্টোবরে রেকর্ড বর্ষণ হায়দরাবাদে, জারি ধসের সতর্কতা
ঠিক যেন দানবীয় এক ঝোড়ো (strom) হাওয়া আর বৃষ্টি (rain) গ্রাস করতে আসছে মধ্যরাতের অন্ধকারে। বঙ্গোপোসাগরে(bay of bengal) তৈরি হওয়া নিম্নচাপের জেরে এমনই তাণ্ডবলীলা মঙ্গলবার মধ্যরাত জুড়ে দেখেছে হায়দরাবাদ। ভারতে আবহাওয়ার(weather) পরিস্থিতি নিয়ে কোন অংশে কোন সতর্কতা জারি হয়েছে দেখে নেওয়া যাক।

IMD এর সতর্কতা
এদিন সকালে দেশের একাধিক রাজ্যের জন্য সতর্কবার্তা জারি করেছে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। জানানো হয়েছে, গোয়া, মহারাষ্ট্রের কিছু অংশ,কঙ্কন উপকূল ও কর্ণাটকের বেশ কিছু এলাকায় ২০ সেন্টিমিটারের ওপর বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পশ্চিমপ্রান্তের উপকূলে এলাকায় ধসের সতর্কতা জারি রয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ
জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা অন্দ্রপ্রদেশ পেরিয়ে বুধবার সকালে উত্তর কর্ণাটকের দিকে গিয়েছে। উত্তরপশ্চিম দিকে এর ফলে ঝোড়ো হাওয়ার গতি থাকায় অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা ও উত্তর কর্ণাটকে ব্যাপক বৃষ্টি হয়েছে।

১০০ বছরে রেকর্ড বৃষ্টিপাত নিজামের শহরে
নিজামের শহর হায়দরবাদে ১০০ বছরে অক্টোবর মাসে রেকর্ড বৃষ্টিপাত দেখা গিয়েছে গতকাল মধ্যরাত থেকে। মঙ্গলবার পর্যন্ত ১৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে হায়দরাবাদে। যা গত ১০০ বছরে রেকর্ড বৃষ্টিপাত। এর আগে ১৯০৩ সালে হায়দরাবাদে রেকর্ড বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১১৭.১ মিলিমিটার।

মহারাষ্ট্রে তুমুল বৃষ্টিপাত আসন্ন
আইএমডি সূত্রের খবর আগামী ২৪ ঘণ্টার মধ্যে অরব সাগরের দিকে যেতে থাকবে এই ঝোড়ো হাওয়া। ফলে ১৬ অক্টোবর নাগাদ মহারাষ্ট্র সহ আশপাশের রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুষলধারে বৃষ্টি হবে মহারাষ্ট্রে।

মৎসজীবিদের উদ্দেশে বার্তা
প্রসঙ্গত, আবহাওয়ার রিপোর্টে বলা হয়েছে, এরব সাগরের প্রান্তের মৎসজীবীরা যেন এখনই সাগরে মাছ ধরতে না যান। উত্তর পূর্ব আরব সাগরে এই ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে ।

উদ্বেগ বাড়াচ্ছে মারণ করোনা! কোমর্বিডিটিতে মৃত্যুহার প্রায় ১৫ গুণ বেশি, বলছে কেন্দ্রীয় তথ্য