তাপমাত্রা ছাড়াতে পারে ৫০ ডিগ্রি! ঝোড়ো হাওয়া-বৃষ্টির সঙ্গে তাপপ্রবাহেরও সতর্কতা জারি আবহাওয়া দফতরের
বাংলা-সব পূর্বভারতের বিস্তীর্ণ অংশে কালবৈশাখীর (kalbaishakhi) কারণে তাপপ্রবাহ থেকে রক্ষা পেলেও, এখনও রক্ষা পাচ্ছে না উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে এই পরিস্থিতি চলতে পারে ২ মে পর্যন্ত। এরই মধ্যে কয়েক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়েছে।
|
আবহাওয়া দফতরের সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, উত্তর ভারতের কোনও কোনও জায়গায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়ায়ে পৌঁছে যেতে পারে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, সাধারণভাবে মে মাস উষ্ণতম মাস হিসেবে বিবেচিত হয়।
এপ্রিলে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে গড় সর্বোচ্চ তাপমাত্রা ১২২ বছরে যথাক্রমে ৩৫.৯০ ডিগ্রি সেলসিয়াস এবং ৩৭.৭৮ ডিগ্রি সেলসিয়াস। এই দুই জায়গায় তাপপ্রবাহ ২ মে পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

তাপপ্রবাহ চলতে পারে যেসব জায়গায়
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে ১ মে পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহ চললেও, তা আস্তে আস্তে কমবে। এরপর ২ ও ৩ মে কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। পশ্চিম উত্তর প্রদেশে ১-৩ মে-র মধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, জম্মু ডিভিশন এবং বিজর্ভে ১ ও ২ মে তাপপ্রবাহ চলতে পারে। ১ মে হিমাচল প্রদেশেও তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃষ্টি-বজ্রবিদ্যুতের সতর্কবার্তা
পূর্ব থেকে পশ্চিমে একটি অক্ষরেখা অবস্থান করছে, সেই কারণে আগামী ৫ দিন উত্তর-পূক্ব ভারতের, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এবং সিমিকে ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ২ মে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে। অসম-মেঘালয়ে ২-৪ মে, নাগাল্যান্ড-মনিপুর-মিজোরাম-ত্রিপুরায় ৩-৪ মে একই পরিস্থিতি তৈরি হতে পারে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম হিমালয় অঞ্চলে ২ মে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩ ও ৪ মে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩ মে এইসব এলাকায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে ২-৪ মে বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি হতে পারে।

ধূলো ঝড়ের পূর্বাভাস
পঞ্জাব-হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লেতে ৩-৪ মে, উত্তর প্রদেশে ২-৪ মে, পশ্চিম রাজস্থানে ২ ও ৩ মে এবং পূর্ব রাজস্থানে ৩ মে ধূলোর ঝড় কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণাবর্ত-নিম্নচাপ-ঝোড়ো হাওয়া
আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিগিত এলাকায় ৪ মে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এর প্রভাবে ৬ মে নাগাদ ওই একই এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে ৫ ও ৬ মে সর্বোচ্চ ঘন্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৫ মে নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।