তাপপ্রবাহ থেকে স্বস্তির পূর্বাভাস! বিস্তীর্ণ এলাকায় বজ্রঝড়-সহ বৃষ্টির সম্ভাবনা ৪ মে থেকে
তাপপ্রবাহ (heatwave) চললেও, তা থেকে স্বস্তি মিলতে পারে ৪ থেকে ৭ মের মধ্যে। বেসরকরকারি এক আবহাওয়ার পূর্বাভাসকারী মহেশ পালাওয়াত জানিয়েছেন, উল্লিখিত সময়ে বর্ষার আগের ধূলো ঝড়, বজ্র ঝড়ের ( thunder storm) সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশের বিভিন্ন অংশে।

|
উত্তর ভারতে বৃষ্টির পূর্বাভাস
বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট ওয়েদারের ভাইস প্রেসিডেন্ট মহেশ পালাওয়াত উত্তর ভারতে বৃষ্টির কথা জানিয়ে টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন, বর্তমান তাপপ্রবাহ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে ৪ মে থেকে। বর্ষার পূর্ববর্তী বৃষ্টি, ধূলোর ঝড়, বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে ৪ থেকে ৭ মে-র মধ্যে। যা সাধারণভাবে দেখা যাবে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশে দুপুর কিংবা বিকেলের দিকে।

তাপপ্রবাহের কবলে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন অংশ
মধ্যে দিন ছয়েক বাদ থাকার পরে বুধবার থেকে দিল্লিতে তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতে আগামী পাঁচ দিন এবং পূর্ব ভারতে আগামী তিন দিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
পশ্চিম রাজস্থানে ২৮-৩০ এপ্রিল তাপপ্রবাহ এবং ১-২ মে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও আগামী ৫ দিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বিদর্ভ, পশ্চিম উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থানে। পূর্ব উত্তর প্রদেশে ২৮ এপ্রিল থেকে ১ মে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার একটা অংশ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি তৈরি হতে পারে ২৮-৩০ এপ্রিলের মধ্যে। এই পরিস্থিতি তৈরি হতে পারে তেলেঙ্গানায় ২৮ এপ্রিল থেকে ১ মে।

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগর থেকে শক্তিশালী উত্তর-পশ্চিম বায়ু যাচ্ছে উত্তর-পূর্বের রাজ্যগুলির দিকে। যে কারণে আগামী পাঁচ দিন অরুণাচল প্রদেশ, অসম-মেঘালয়-নাগাল্যান্ড-মনিপুর-ত্রিপুরা এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেদে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ এপ্রিল থেকে ২ মের মধ্যে অসম-মেঘালয়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে ২০-৩০ এপ্রিলের মধ্যে, হিমাচল প্রদেশে আগামী ৫ দিন, উত্তরাখণ্ডে ২৯ এপ্রিল- ১ মে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। ২ থেকে ৪ মের মধ্যে পশ্চিম হিমালয়ের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ৩০ এপ্রিল পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থানে ৩০ এপ্রিল ধূলোর ঝড়ের সম্ভাবনা।