For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্ত! বাংলা-সহ পূর্ব-উত্তরপূর্বের রাজ্যগুলিতে শিলাবৃষ্টি, সতর্কবার্তা আবহাওয়া দফতর

পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্ত! বাংলা-সহ পূর্ব-উত্তরপূর্বের রাজ্যগুলিতে শিলাবৃষ্টি, সতর্কবার্তা আবহাওয়া দফতর

  • |
Google Oneindia Bengali News

রেহাই নেই পশ্চিমী ঝঞ্ঝা (Western Disterbances) থেকে। বাংলা (West Bengal)-সহ পূর্ব ভারত হয়ে তা উত্তর-পূর্ব ভারতেও প্রভাব বিস্তার করছে। যার জেরে বৃষ্টিপাতের (Rain) পূর্বাভাস। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের অপেক্ষায়, জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে

পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে

আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণাবর্তের রূপে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। এর সঙ্গে থাকা একটি নিম্নচাপ অবস্থান করছে উত্তর পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে। এই সময়ে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে একদিকে আরব সাগর থেকে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে। আগামী ২৪ ঘন্টাতেও এই আবহাওয়া চলতে থাকবে।

বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা

বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা

জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ৪ ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টিপাত এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও ৪ ফেব্রুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায়।

পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত এগোচ্ছে পূর্ব, উত্তর-পূর্বে

পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত এগোচ্ছে পূর্ব, উত্তর-পূর্বে

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে থাকা ঘূর্ণাবর্ত আগামী দুদিনে পূর্ব-উত্তর পূর্বে এগনোর সম্ভাবনা। এর ফলে বঙ্গোপসাগর থেকে খুব বেশি পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে কিংবা করবে ৩ ও ৪ ফেব্রুয়ারি পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে। যার ফলে বিভিন্ন রাজ্যের আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে।

 পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি

পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি

অসম এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ৪ ফেব্রুয়ারির মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং ওড়িশায়। কোনও কোনও জায়গায় আবার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ৪ ফেব্রুয়ারি বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

অরুণাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা

অরুণাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা

৪ ও ৫ ফেব্রুয়ারি উত্তর-পূর্বার রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। ৪ ও ৫ ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। ৪ ফেব্রুয়ারি পশ্চিম অসম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাতও হতে পারে। হতে পারে শিলাবৃষ্টিও।

ঘন কুয়াশার সতর্কবার্তা

ঘন কুয়াশার সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফ থেকে আগামী দুদিন রাতে কিংবা সকালের দিকে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু ৬ ফেব্রুয়ারি

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু ৬ ফেব্রুয়ারি

আবহাওয়া দফতর আরও জানিয়েছেন নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে পশ্চিম হিমালয় অঞলে। এর প্রভাবে ৬ ফেব্রুয়ারি থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে নতুন করে বৃষ্টিপাত কিংবা তুষারপাত শুরু হয়ে যাবে।

English summary
Weather office says, rain is going to start in east and North east India including Bengal impact of WD
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X