For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৬৮ ডিগ্রি বেশি! গত ১২২ বছরের উষ্ণতম মার্চ পেরলো ভারত

উষ্ণতম মার্চ (Hottest march) পেরোল ভারত। আবহাওয়া (weather) দফতরের তরফে বলা হয়েছে ১৯০১ সাল থেকে ভারতে মার্চ মাসে সব থেকে বেশি গরম পড়েছিল। সারা দেশেই সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) স্বাভাবিকের থেকে ১.৮৬ ডিগ্রি সেল

  • |
Google Oneindia Bengali News

উষ্ণতম মার্চ (Hottest march) পেরোল ভারত। আবহাওয়া (weather) দফতরের তরফে বলা হয়েছে ১৯০১ সাল থেকে ভারতে মার্চ মাসে সব থেকে বেশি গরম পড়েছিল। সারা দেশেই সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) স্বাভাবিকের থেকে ১.৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

২০১০-এর রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে

২০১০-এর রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এই বছরের মার্চ মাস ২০১০ সালের গড় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। ২০১০ সালের মার্চে দিনের গড় তাপমাত্রা ছিল ৩৩.০৯ ডিগ্রি সেলসিয়াস। আর গত মার্চের দিনের গড় তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছেন ৩৩.১০ ডিগ্রি সেলসিলায়। এই রেকর্ড অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 ছাপিয়ে গিয়েছে ২০২০-র রেকর্ডকে

ছাপিয়ে গিয়েছে ২০২০-র রেকর্ডকে

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০-র মার্চ মাস সাম্প্রতিক সময়ে উত্তর পশ্চিম ভারতের সব থেকে উষ্ণ এবং মধ্য ভারতে দ্বিতীয় উষ্ণতম ছিল। তবে এবারের মার্চের গরম সেই রেকর্ডকে ভেঙে দিয়েছে। ইতিমধ্যেই দুই এলাকা তাপপ্রবাহের সাক্ষী থেকেছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব

জলবায়ু পরিবর্তনের প্রভাব

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আবহাওয়া দফতরের বিজ্ঞানী রাজেন্দ্র জেনামানি বলেছেন, এইবছর শুরু থেকেই গত দুই দশকের মধ্যে উষ্ণতম হতে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবকে তিনি এর জন্য দায়ী করেছেন। ভারতে এর প্রভাব পড়েছে, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাতের মাধ্যমে। প্রমাণ হিসেবে এই আবহ বিজ্ঞানী বলেছেন, কোনও কোনো ক্ষেত্রে দেশে শুকনো স্পেল দীর্ঘতম হয়েছে। অতিভারী বৃষ্টি বেড়েছে আবার গরমের স্পেল আরও তীব্র হয়েছে।

 মার্চের দ্বিতীয়ভাগে বেড়েছে তাপমাত্রা

মার্চের দ্বিতীয়ভাগে বেড়েছে তাপমাত্রা

এবারের মার্চের দ্বিতীয় ভাগে দেশের বিভিন্ন অংশে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। সেক্ষেত্রে বৃষ্টি ছিল অল্প। আর মার্চেই দিল্লি, হরিয়ানা ছাড়াও উত্তরের পাহাড়ি রাজ্যগুলোতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল। আবহাওয়া দফতরের বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী যেমন দিল্লি, চন্দ্রপুর, জম্মু, ধরমশালা, পাতিয়ালা, দেরাদুন, গোয়ালিয়র, কোটা, পুনেতে দিনের তাপমাত্রা আগেকার রেকর্ড ভেঙে দিয়েছে। পশ্চিম হিমালয়ের পাহাড়ি রাজ্যগুলোতে বেশি তাপমাত্রা দেখা গিয়েছে। মার্চে অনেক দিনেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল দেরাদুন, ধরমশালা এবং জম্মুতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
সাধারণভাবে গ্রীষ্মে বেশি তাপমাত্রা দেখা যায় মহারাষ্ট্র, গুজরাত, তেলেঙ্গানা, ওড়িশায়। কিন্তু এবার মার্চে তুলনামূলকভাবে এইসব এলাকা ছিল ঠাণ্ডা। তুলনায় বেশি তাপমাত্রা দেখা গিয়েছে পশ্চিম হিমালয় অঞ্চলে।

আবহাওয়া দফতরের তথ্য

আবহাওয়া দফতরের তথ্য

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের মার্চে গত সর্বোচ্চ, ন্যূনতম এবং গড় তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৩.১ ডিগ্রি , ২০.২৪ জিগ্রি এবং ২৬.৬৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮১ থেকে ২০১০ সালের হিসেবে ভিত্তিতে কিন্তু স্বাভাবিক সর্বোচ্চ, ন্যূনতম এবং গড় তাপমাত্রা ৩১.২৪ ডিগ্রি, ১৮.৮৭ ডিগ্রি এহং ২৫.০৬ ডিগ্রি। সেই কারণে সর্বোচ্চ, ন্যূনতম এবং গড় তাপমাত্রা যথাক্রমে ১.৮৬, ১.৩৭ ডিগ্রি এবং ১.৬১ ডিগ্রি সেলসিয়াস বেশি সারা ভারতের ক্ষেত্রে।

এবার কি উত্তর প্রদেশের ফারুখাবাদের নাম পরিবর্তন? যোগী আদিত্যনাথকে বিজেপি সাংসদের চিঠিতে জল্পনাএবার কি উত্তর প্রদেশের ফারুখাবাদের নাম পরিবর্তন? যোগী আদিত্যনাথকে বিজেপি সাংসদের চিঠিতে জল্পনা

English summary
Weather office says India over comes warmest March days in last 122 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X