পাহাড়ে তাপমাত্রা নামল শূন্যের নিচে! সমতলে পারা পতন হতে পারে ৬-১০ ডিগ্রির মধ্যে, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
ঘূর্ণিঝড় জাওয়াদের রেশ কাটতেই আবহাওয়ার (Weather) দ্রুত পরিবর্তন হচ্ছে। ঠান্ডা বেড়েছে উত্তর ভারতের দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশে। তাপমাত্রা নেমেছে পূর্ব ভারতে বাংলা-সহ বিভিন্ন জায়গাতেই। তাপমাত্রা আরও নামার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।


দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নামল ৬.৬ ডিগ্রিতে
এদিন রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম। কবে রবিবার দিল্লিতে এ মরশুমের তাপমাত্রা ছিল সব থেকে কম। তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
এদিন দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের আশপাশেই। তবে দিল্লির গড় বায়ু মানের সূচক ছিল ২৫৬-তে। যা তুলনামূলক অনেকটাই খারাপ।

দেশের বিভিন্ন জায়গায় কুয়াশা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমান সপ্তাহে আবহাওয়া এই রকমই থাকবে। পূর্বাভাস অনুযায়ী ১৬ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রির আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
সকালের দিকে বিচ্ছিন্নভাবে ঘন কুয়াশা থাকতে পারে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়।

নামবে তাপমাত্রাও
পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশে, পূর্ব উত্তর প্রদেশের কিছু এলাকা এবং মধ্যপ্রদেশের উত্তর অংশের ন্যূনতম তাপমাত্রা নেমে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে তাপমাত্রা নেমে যেতে পারে ২-৪ ডিগ্রির মতো।

কাশ্মীরে ঠান্ডার প্রকোপ তীব্র
কাশ্মীরে ঠান্ডার প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নিচে নেমে গিয়েছে। অনেক জায়গাতেই তাপমাত্রা রয়েছে শূন্যের নিচে। রবিবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা কেরর্ড করা হয়েছিল মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার যা ছিল মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াস।
হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ আগামী ৫ দিন এবং হিমাচল প্রদেশে ১৬ ও ১৭ ডিসেম্বর।

ফের পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস
পশ্চিম হিমালয় এলাকায় ১৫ ডিসেম্বর নাগাদ ফের পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়তে চলেছে। এছাড়াও পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

হাল্কা থেকে মাঝারি বৃষ্টি
তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবরে বিচ্ছিন্নভাবে আগামী ৫ দিন এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে আগামী ২ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।