For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলছে তীব্র তাপপ্রবাহ! ওড়িশা-দিল্লি-সহ ৫ রাজ্যে কমলা সতর্কবার্তা আবহাওয়া দফতরের

উত্তর-পশ্চিম ভারতের একটা বড় অংশ জুড়ে চলছে তাপপ্রবাহ (heatwave)। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে বাধাহীনভাবে এগিয়ে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এর থেকে স্বস্তি পেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে আব

Google Oneindia Bengali News

উত্তর-পশ্চিম ভারতের একটা বড় অংশ জুড়ে চলছে তাপপ্রবাহ (heatwave)। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে বাধাহীনভাবে এগিয়ে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এর থেকে স্বস্তি পেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে আবহাওয়া (weather) দফতরের তরফ থেকে ওড়িশা-দিল্লি-সহ ৫ রাজ্যে তীব্র তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা (orange warning) জারি করেছে।

৫ রাজ্যে কমলা সতর্কতা

আবহাওয়া (weather) দফতরের তরফে তীব্র তাপপ্রবাহের কারণে রাজস্থান, গিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং ওড়িশায় কমলা সতর্কতা (orange warning) জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের বিজ্ঞানী আরকে জেনামানি জানিয়েছেন, দেশের বেশ কিছু অংশের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে। তারই প্রেক্ষিতে উল্লিখিত রাজ্যগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী ৫ দিন উত্তর-পশ্চিম ও মধ্যভারতে তাপপ্রবাহের (heat wave) পরিস্থিতি চলতে থাকবে। তারপর তা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থন, উত্তর প্রদেশ, বিদর্ভ, মধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একটা অংশ এবং গুজরাতের উত্তরের কিছু জায়গায় তাপপ্রবাহ চলছে। তাপ্রবাহ চলছে চণ্ডীগড়েও। আগামী দিনে তাপমাত্রা আরও বাড়বে এবং পঞ্জাব ও হরিয়ানার বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

গড় সর্বোচ্চ তাপমাত্রা ২০০৪ সালের সর্বোচ্চ তাপমাত্রাকে ছাড়িয়েছে

গড় সর্বোচ্চ তাপমাত্রা ২০০৪ সালের সর্বোচ্চ তাপমাত্রাকে ছাড়িয়েছে

এবছরের মার্চ মাস ছিল উত্তর-পশ্চিম ভারতের ১২২ বছরের মধ্যে উষ্ণতম। অন্যদিকে এবছরের গড় সর্বোচ্চ তাপমাত্রা ২০০৪ সালের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬৭ ডিগ্রিকে ছাড়িয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের তরফে ৩০ এপ্রিল পঞ্জাব-হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ এবং রাজস্থানে ধূলোর ঝড়ের পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া দফতরের তরফে তাপপ্রবাহের শিশু, বয়স্ক এবং যাঁরা দীর্ঘদিন ধরে অসুস্থ, তাঁদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলেছেন। এছাড়াও তাপ এড়াতে মাথায় ছাতা, টুপি দেওয়া আর ঢিলেঢালা হাল্কা সুতির পোশাক পরার কথা বলা হয়েছে।

মে মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা

মে মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মে মাসের প্রথম সপ্তাহের দিকে পশ্চিমী ঝঞ্ঝা ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে উত্তর-পশ্চিম ভারতের পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন পর থেকে পূর্ব ভারতেরও তাপমাত্রা হ্রাস পাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম ভারতে ৪-৭ মের মধ্যে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আগামী ৫ দিন ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Update: তাপমাত্রা ছুটছে ৪৫-এর দিকে! স্বস্তি মিলতে পারে কবে, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাসWeather Update: তাপমাত্রা ছুটছে ৪৫-এর দিকে! স্বস্তি মিলতে পারে কবে, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

English summary
Weather office issues orange warning due to heat wave in Delhi, Odisha, Rajasthan, UP and Haryana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X