For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় ইয়াসের পথ ধরেই কি ধেয়ে আসছে ‘গুলাব’! আবহাওয়া দফতরের পূর্বাভাসে শঙ্কা

মাত্র ১৫ দিন আগে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়েছিল ওড়িশা উপকূলে। আবার কি সেই পথেই ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়। ২৬ মে ওড়িশার বুকে সাইক্লোন ইয়াসের আছড়ে পড়ার পর আবহাওয়া দফতরের পূর্বাভাসে ফের শোনা গেল আশঙ্কার বাণী।

Google Oneindia Bengali News

মাত্র ১৫ দিন আগে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়েছিল ওড়িশা উপকূলে। আবার কি সেই পথেই ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়। ২৬ মে ওড়িশার বুকে সাইক্লোন ইয়াসের আছড়ে পড়ার পর আবহাওয়া দফতরের পূর্বাভাসে ফের শোনা গেল আশঙ্কার বাণী। বঙ্গোপসাগর দিয়ে ধেয়ে আসছে আরও এক সাইক্লোন। তাঁর অভিমুখ নিয়েও সতর্কবার্তা দিল আইএমডি।

নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে

নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে

ভারতীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের বুকে শুক্রবার তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এবং এই ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে সেই ওড়িশা। সবেমাত্র ইয়াস থাবা বসিয়ে গিয়েছে ওড়িশার উপকূলে। সেই ক্ষত এখনও দগদগে। এরপর ফের ওড়িশাই যদি ঝড়ের অভিমুখ হয়, তবে তা আতঙ্কের তো বটেই।

তৃতীয় সাইক্লোন ধেয়ে আসার পূর্বাভাস আইএমডির

তৃতীয় সাইক্লোন ধেয়ে আসার পূর্বাভাস আইএমডির

আইএমডির সতর্কবার্তা মিলে গেলে দেড় মাসের মধ্যে তিনটি সাইক্লোনের মুখে পড়বে ভারত। এ বছরের প্রথম সাইক্লোন বয়ে গিয়েছে আরব সাগর দিয়ে। তা গুজরাট উপকূলে হানা দিয়ে তাণ্ডব চালিয়েছে। তার ১৫ দিনের মধ্যে বঙ্গোপসাগরের বুকে হানা দেয় ইয়াস। ইয়াসের দাপটে বিধ্বস্ত হয় ওড়িশা। আর বাংলা হয় প্লাবিত। এবার তৃতীয় সাইক্লোন ধেয়ে আসার পূর্বাভাস আইএমডির।

ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় নাম হবে গুলাব

ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় নাম হবে গুলাব

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে এর নাম হবে গুলাব। এই নাম পাকিস্তানের দেওয়া। ঘূর্ণিঝড় গুলাব বছরের তৃতীয় সাইক্লোন হিসেবে আছড়ে পড়তে পারে ভারতীয় উপকূলে। ৪৮ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় গুলাবের অস্তিত্ব টের পাওয়া যাবে বলে আভাস।

সাইক্লোন ইয়াসের পথ ধরেই এগিয়ে আসবে গুলাব

সাইক্লোন ইয়াসের পথ ধরেই এগিয়ে আসবে গুলাব

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সাইক্লোন ইয়াসের পথ ধরেই এগিয়ে আসবে গুলাব। তা আছড়ে পড়তে পারে ওড়িশা উপকূলে। শুক্রবার থেকে জগৎসিংহপুর, কটক, সম্বলপুর-সহ বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এখন থেকেই সাইক্লোন মোকাবিলার প্রস্তুতি শুরু করে দিয়েছে ওড়িশা প্রশাসন।

ঘূর্ণিঝড় গুলাবে বাংলার বর্ষা আরও জোরদার

ঘূর্ণিঝড় গুলাবে বাংলার বর্ষা আরও জোরদার

আলিপুর হাওয়া অফিস জানিয়েছিলেন, বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপের হাতে ধরে বাংলায় বর্ষা প্রবেশ করবে। এখন নিম্নচাপ যদি ঘূর্ণিঝড় গুলাবে পরিণত হয়ে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে, তবে বাংলার বর্ষা আরও জোরদার হবে। এর জেরে বাংলা ফের ভাসতে পারে ভয়াবহ বন্যায়। ইয়াসের ক্ষত এখনও রয়েছে, এরপর সাগর উত্তাল হলে আর আকাশ ভাঙা বৃষ্টি হলে দুর্যোগ অবশ্যম্ভাবী।

English summary
Weather Office forecasts Cyclone Gulab rushes through the way of Yaas over Bay of Bengal toward Odisha.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X