For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, বাংলার আকাশের মুখভারে শীতের দাপুটে ইনিংস জারি

এবার বসন্তে পিছু ছাড়ছে না শ্রাবণ ধারা। বৃষ্টির আশঙ্কা থেকে সবে মুক্ত হয়েছে রাজ্যবাসী। তবে তিনদিনের বৃষ্টির হাত ধরে বাংলায় ফের ফিরেছে শীতের আমেজ।

Google Oneindia Bengali News

এবার বসন্তে পিছু ছাড়ছে না শ্রাবণ ধারা। বৃষ্টির আশঙ্কা থেকে সবে মুক্ত হয়েছে রাজ্যবাসী। তবে তিনদিনের বৃষ্টির হাত ধরে বাংলায় ফের ফিরেছে শীতের আমেজ। এরই মধ্যে শীত যে পিছু ছাড়বে না তার জানান দিল আলিপুর আবহাওয়া দফতর। বাংলার আকাশে ফের বৃষ্টির পূর্বভাস। ফলে গরম আপাতত বাই-বাই। বরং শীতের কাঁথা আর বর্ষার ছাতা নিয়েই কাটবে ফাগুন মাস। এমনই বার্তা আবহবিদদের।

মুখ ভার হবে বাংলার

মুখ ভার হবে বাংলার

সোমবার থেকেই আকাশের মুখ ভার হতে পারে বাংলার। ফলে মার্চে গরমের দাপট থাকবে না। গত সপ্তাহে টানা তিনদিন বৃষ্টি চলেছে। রোদ উঠতে শুরু করেছে শুক্রবার থেকে। সেইসঙ্গে বাতাসে লেগেছে হিমেল পরশ। ফাগুনের শুরুতে গরম ব্যাটিং করতে শুরু করলেও, প্রবল ঘূর্ণির ফেরে আউট হয়ে ফিরে যেতে হয়েছে প্যাভিলিয়নে।

শীতের ইনিংস দীর্ঘায়িত

শীতের ইনিংস দীর্ঘায়িত

আবহাওয়া দফতর সূত্র জানা গিয়েছে, শনিবার পর্যন্ত তাপমাত্রা থাকবে ১৭-র আশেপাশে। তারপরই তাপমাত্রা বাড়তে থাকবে। কিন্তু সেই বাড়ার পথ অবরুদ্ধ করবে ফের বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার একাংশে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্র-বিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আর সম্ভাবনা রয়েছে বৃষ্টির হাত ধরে শীতের ইনিংস দীর্ঘায়িত হওয়া।

পশ্চিমী ঝঞ্ঝাই ভিলেন

পশ্চিমী ঝঞ্ঝাই ভিলেন

এবার বৃষ্টির কারণ কী? হাওয়া অফিস জানাচ্ছে, সেই পশ্চিমী ঝঞ্ঝাই ভিলেন হয়ে দেখা দিচ্ছে আবার। এই সপ্তাহের তিন দিনভর বৃষ্টির নেপথ্যে ছিল এই পশ্চিমী ঝঞ্ঝা। এবারও তাই উত্তর-পশ্চিম ভারতে ঝঞ্ঝার প্রবেশে রাজ্যেও প্রভাব পড়বে। এর প্রভাবে যেমন রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশে বৃষ্টি হতে পারে, তেমনই বৃষ্টি হবে বাংলাতেও।

দুই বিপরীতধর্মী বাতাসে বজ্রগর্ভ মেঘ

দুই বিপরীতধর্মী বাতাসে বজ্রগর্ভ মেঘ

এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকবে পূর্ব ভারতে। বঙ্গোপসাগর থেকেও ঢুকবে জলীয়বাষ্পপূর্ণ বাতাস। দুই বিপরীতধর্মী বাতাসের জেরে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। ফলে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে। ফলে শীত বিদায়ের পরও সক্রিয় থাকবে হালকা শীতের আমেজ।

English summary
Weather office forecast thunderstorm and rain will be continued due to Western ‘hurricane’. During two or three days the storm blow over Rajasthan toward Jammu-Kashmir,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X