For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরমের তীব্র দাবদাহে এবারের মার্চ ১২১ বছরের নিরিখে নয়া রেকর্ড গড়েছে

  • |
Google Oneindia Bengali News

১৯৫৮ সালের পর এবছরের ২০২১ সালের জানুয়ারি সবচেয়ে উষ্ণতম জানুয়ারি মাস হিসাবে ভারতের বুকে উঠে এসেছে। এবার ১২১ বছরের রেকর্ডে তৃতীয় উষ্ণতম স্থানে রয়েছে ২০২১ সালের মার্চ মাস। এমনই তথ্য দিয়েছে আইএমডি।

আইএমডির রিপোর্ট কী বলছে?

আইএমডির রিপোর্ট কী বলছে?

মৌসম ভবন জানিয়েছে, ভারতের মাসিক সর্বোচ্চ গড় তাপমাত্রা ও নূন্যতম তাপমাত্রার নিরিখে গোটা মার্চ মাসের গরম আগের বহু রেকর্ডকে হার মানিয়েছে। এবছরের মার্চ মাসে নূন্যতম তাপমাত্রা ছিল ১৯.৯৫ ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ৩২.৬৫ ডিগ্রি সেলসিয়াস। যা ক্লাইমেটোলজির ১৯৮১ থেকে ২০১০ এর নিরিখে বহু রেকর্ডকে ছাপিয়েছে।

মার্চেই ৪০ !

মার্চেই ৪০ !

গোটা দেশেই বিভিন্ন জায়গায় গড় তাপমাত্রা যা দাঁড়িয়েছে তাতে দেখা গিয়েছে গত ১১ বছরের গড়ে ২০২১ সালের মার্চ সবচেয়ে বেশি গরম। এক্ষেত্রে মার্চ মাসেই দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে।

 শিঘ্রই বৃষ্টির শীতলতা

শিঘ্রই বৃষ্টির শীতলতা

এদিকে, মার্চ সম্পর্কে এমন বার্তা দেওয়ার সঙ্গেই স্বস্তির বক্তব্যও রেখেছে আইএমডি। তারা জানিয়েছে, এপ্রিলের ৮ তারিখ পর্যন্ত উত্তরভারতের একাধিক জায়গায় বৃষ্টি নামতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে হিমালয়ের পাদদেশে বহু জায়গাতেই বৃষ্টির দাপট দেখা গিয়েছে। আর তা আপাতত চলবে বলে খবর।

উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গে বৃষ্টি

প্রসঙ্গত, উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির দাপটের বার্তা আগেই দিয়েছে আইএমডি। আইএমডি জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং,আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের মতো জায়গায় প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবারের মধ্যে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে খবর।

English summary
Weather news says 2021 March is the third warmest in 121 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X