For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় জাঁকিয়ে ঠান্ডার পরই আসছে বৃষ্টির দাপট! বসন্তের আবহাওয়া নিয়ে কোন বার্তা রিপোর্টে

  • |
Google Oneindia Bengali News

সরস্বতী পুজোয় কিছুদিন আগেই বাংলা দেখেছে ঝোড়ো বৃষ্টির দাপট। এই মরশুমের শীতে বৃষ্টি যে বারবার উঁকি মেরেছে তা নতুন করে বলার কিছু নেই! তবে মাঘের মধ্যবর্তী সময়ের আবহাওয়ার রিপোর্টও বলছে , ফের বসন্ত দেখতে চলেছে অধোর শ্রাবণ। আর মাঘের মরশুমে সেই বৃষ্টির সঙ্গে শীতের দাপট কতটা থাকবে, তারও খতিয়ান দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

রাজ্যে শীতের দাপট অব্যাহত!

রাজ্যে শীতের দাপট অব্যাহত!

আবহাওয়ার রিপোর্ট যা বলছে, তাতে রাজ্যে আজও শীতের দাপট একই রয়েছে। গত কয়েকদিনের তুলনায় সোমবারের কলকাতার তাপমাত্রার পারদ খানিকটা নেমে হয়েছে ১২.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ২৪ ডিগ্রির আশপাশে।

 শীত নিয়ে কী বলছে আবহাওয়ার গতিপ্রকৃতি?

শীত নিয়ে কী বলছে আবহাওয়ার গতিপ্রকৃতি?

মনে করা হচ্ছে, এই শীতের দাপট আগামী ২৪ ঘণ্টা ধরে চলবে। তবে মঙ্গলবার বেলার দিক থেকে এই দাপট খানিকটা হলেও কমতে শুরু করবে। তখনই তাপমাত্রা বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। আবহাওয়ার খবর বলছে বুধবার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।

বসন্তের 'বৃষ্টি'!

বসন্তের 'বৃষ্টি'!


মাঘের মাঝামাঝিতেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকতে চলেছে বলে খবর। ওড়িশা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির দাপট একইভাবে বজায় থাকবে। সেই সঙ্গে রাজ্যে উত্তুরে হাওয়া খানিকটা বাধা পাবে।

 আসছে পশ্চিমী ঝঞ্ঝা!

আসছে পশ্চিমী ঝঞ্ঝা!

ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্জার মিশেলে ক্রমাগত রাজ্য়ের আবহাওয়ার খামখেয়ালিপনা বাড়ছে! এদিকে, আজ রাতের মধ্যেঅ উত্তরপশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় জম্মু ও লাদখ সহ একাধিক জায়গায় শিলাবৃষ্টি সহ তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

English summary
Weather forecast says Rain and temparature to drop soon in West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X