For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরল আতঙ্কে এবার উত্তর ও পূর্ব ভারতেও! গাঙ্গেয় বঙ্গ, উত্তর ভারতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী দুই দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড জুড়ে।

  • |
Google Oneindia Bengali News

কেরলে বৃষ্টি ও বন্যার আতঙ্ক এখনও পিছু ছাড়েনি। দাক্ষিণাত্যের পর এবার পালা উত্তর ভারতের। আগামী দুই দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড জুড়ে। যার ফলে ইতিমধ্যে হিমাচল সরকার রাজ্যের বিভিন্ন জেলার স্কুল-কলেজ বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছে। কাংরা জেলায় আজ থেকেই স্কুল-কলেজ সব বন্ধ রয়েছে।

কেরল আতঙ্কে এবার উত্তর ও পূর্ব ভারতেও! গাঙ্গেয় বঙ্গ, উত্তর ভারতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরখণ্ডেও সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি গাঙ্গেয় বঙ্গেও আগামী দুদিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে।

উত্তরখণ্ডে কয়েকদিন ধরেই বৃষ্টিপাত চলছে। দেরাদুনস হরিদ্বার, পৌরী, নৈনিতাল, উধম সিম নগর ও তম্পাবত জেলার জন্য ভারী বর্ষণের পূর্বাভাস শোনানো হয়েছে। সরকারি তরফে সমস্ত জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে যারা নদীপ পাশে থাকেন তাদের সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে।

[আরও পড়ুন: আবহাওয়ার ভেলকি! কেরলে বন্যা অথচ দক্ষিণ ভারতের বহু জেলায় দেখা দিয়েছে খরার আশঙ্কা][আরও পড়ুন: আবহাওয়ার ভেলকি! কেরলে বন্যা অথচ দক্ষিণ ভারতের বহু জেলায় দেখা দিয়েছে খরার আশঙ্কা]

গত ২৪ ঘণ্টা ধরে দেরাদুন, উত্তরকাশী, উধম সিং নগরে একটানা বৃষ্টিপাত হয়ে চলেছে। উধমপুরে বন্যা পরিস্থিতিও সৃষ্টি হয়েছে।

[আরও পড়ুন: কেরলে ভয়াবহ বন্যার আসল কারণ এতদিনে সামনে এল, সুপ্রিম কোর্টে কী জানাল রাজ্য সরকার][আরও পড়ুন: কেরলে ভয়াবহ বন্যার আসল কারণ এতদিনে সামনে এল, সুপ্রিম কোর্টে কী জানাল রাজ্য সরকার]

গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ার ফলে শুধু পশ্চিমবঙ্গ নয়, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গে আগামী পাঁচদিনই ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস রয়েছে।

[আরও পড়ুন:আজ সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার রায়দান, কী হবে বিনা ভোটে জয়ী আসনে][আরও পড়ুন:আজ সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার রায়দান, কী হবে বিনা ভোটে জয়ী আসনে]

English summary
Weather Forecast : Heavy to heavy rain likely in Himachal Pradesh, Uttarakhand and West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X