For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বালাসাহেবকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা হবে! মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে ফের দাবি শিবসেনার

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন তাদের দলের প্রার্থী। রবিবার ফের এমনটাই দাবি করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। এই দাবিই তাদের দীর্ঘদিনের সহযোগী বিজেপি মানেনি। ফলে ৩০ বছরের সম্পর্কে ইতি পড়েছে।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন তাদের দলের প্রার্থী। রবিবার ফের এমনটাই দাবি করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। এই দাবিই তাদের দীর্ঘদিনের সহযোগী বিজেপি মানেনি। ফলে ৩০ বছরের সম্পর্কে ইতি পড়েছে। বালাসাহেবের জন্য তারা সবকিছু করবেন, জানিয়েছেন সঞ্জয় রাউত। বালাসাহেব ঠাকরের সপ্তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পর মন্তব্য করেন সঞ্জয় রাউত।

 'বালাসাহেবকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা হবে'

'বালাসাহেবকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা হবে'

এদিন রাউত বলেছেন, দলের নেতা উদ্ধব ঠাকরে বালাসাহেব ঠাকরের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, শিবসেনার থেকেই মুখ্যমন্ত্রী হবে। তিনি ( বালাসাহেব) খুব তাড়াতাড়ি মহারাষ্ট্রে শিবসেনার মুখ্যমন্ত্রী দেখতে পাবেন, বলেছিলেন উদ্ধব।

বালাসাহেবের প্রতি শ্রদ্ধা

এদিন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে, তাঁর স্ত্রী রেশমী, সঞ্জয় রাউত, অরবিন্দ সাওন্ত ছাড়াও শীর্ষস্থানীয় নেতারা বালাসাহেব ঠাকরের প্রতি শ্রদ্ধা জানান।

বিজেপির সমালোচনায় শিবসেনা

বিজেপির সমালোচনায় শিবসেনা

এদিন ফের বিজেপির সমালোচনা করেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। মূলত এনডিএ-র কাজের সমালোচনা করেন তিনি। সঞ্জয় বলেন, পুরনো এনডিএ আর নতুন এনডিএ-র মধ্যে অনেক ফারাক রয়েছে। এনডিএ-র অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেন. চার নেতা বালাসাহেব ঠাকরে, অটলবিহারী বাজপেয়ী, এলকে আডবাণী এবং প্রকাশ সিং বাদল এনডিএ তৈরি করেছিলেন।

সংসদে বিরোধী আসনে শিবসেনা

সংসদে বিরোধী আসনে শিবসেনা

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সঞ্জয় রাউত জানিয়েছেন, সংসদে তাঁর দল বিরোধী আসনে বসবে। মহারাষ্ট্র থেকে মোদী মন্ত্রিসভায় থাকা শিবসেনা সাংসদ ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন।

English summary
We will do anything for Balasaheb, the Govt will be formed, says Shiv Sena leader Sanjay Raut. He said there is a lot of difference between the old NDA and today's NDA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X