For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য লোকসভা নির্বাচন! ইভিএম নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথা জানাল নির্বাচন কমিশন

ইভিএম নিয়ে ওঠা বিতর্কের মধ্যে ভবিষ্যতের পদক্ষেপের কথা জানাল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এদিন দিল্লিতে বলেছেন, লোকসভা নির্বাচনে ব্যালট ফিরিয়ে আনার কোনও সম্ভাবনাই নেই।

  • |
Google Oneindia Bengali News

ইভিএম নিয়ে ওঠা বিতর্কের মধ্যে ভবিষ্যতের পদক্ষেপের কথা জানাল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এদিন দিল্লিতে বলেছেন, লোকসভা নির্বাচনে ব্যালট ফিরিয়ে আনার কোনও সম্ভাবনাই নেই।

লক্ষ্য লোকসভা নির্বাচন! ইভিএম নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথা জানাল নির্বাচন কমিশন

ইভিএম-এ নির্বাচন নিয়ে বিরোধী দলগুলি অভিযোগ তুলেছে একের পর এক। ১৯ জানুয়ারি ব্রিগেডের সমাবেশ থেকে ব্যালটে ফেরার দাবি তোলা হয়। দিন কয়েক আগে বিদেশের মাটি থেকে নিজেকে সাইবার বিশেষজ্ঞ বলে দাবি করে ২০১৪-র লোকসভা এবং ২০১৫-র দিল্লি বিধানসভা নির্বাচনে ইভিএম হ্যাক করার দাবি করেন সৈয়দ সুজা নামে এক ব্যক্তি। দেশ জুড়ে ইভিএম নিয়ে আলোড়ন ওঠে। বিশেষ করে কংগ্রেসের তরফে ব্যালবটে ফেরার দাবি করা হয়। বিজেপির তরফে প্রতিবাদ করে বলা হয়, তাহলে সম্প্রতি ৩ রাজ্যের নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে কী বলতে চায় তারা( কংগ্রেস)।

বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে সব অভিযোগ, আপত্তি খারিজ করে দেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তিনি বলেন, ব্যালটে ফিরে যাওয়া সম্ভব নয়। একইসঙ্গে তিনি বলেন, আগামী দিনে আরও বেশি সংখ্যায় ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাট ব্যবহার করা হবে।

English summary
We will continue to use EVMs & VVPATs, CEC Sunil Arora told in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X