For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় রামমন্দির নিয়ে বিজেপির পর্দা ফাঁস! মুখ্যমন্ত্রীর বয়ানে বিতর্ক তুঙ্গে

অযোধ্যায় রামমন্দির নির্মাণ বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে নেই। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরণবিশ।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যায় রামমন্দির নির্মাণ বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে নেই। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরণবিশ। উন্নয়ন না মন্দির এই প্রশ্নের উত্তরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, ভোটে বিজেপির একমাত্র প্রচার হল উন্নয়ন। রামমন্দির তৈরি করতে বিজেপি কি অর্ডিন্যান্স আনবে, সেই প্রশ্নের উত্তরে পদস্থ এই নেতা বলেন, রাজ্যসভায় বিজেপির সংখ্যা নেই।

রাজ্যসভায় সংখ্যা নেই

রাজ্যসভায় সংখ্যা নেই

একাধিক প্রমাণ এবং নথির আদালতের কাছে পেশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, রাম মন্দির আগে থেকেই ছিল সেখানে। একই জায়গায় তারা বড় রামমন্দির তৈরি করতে চান। যদি সবাই চান। তারা সেখানে ১০০% রামমন্দির তৈরি করবেন। আদালতের রায় তাদের পক্ষেই যাবে বলেও দাবি করেছেন ফরণবিশ। শুনানিতে সুপ্রিম কোর্টে দেরি প্রসঙ্গে তিনি বলেন, এবিষয়ে অর্ডিন্যান্স আনার জন্য তাদের সংখ্যা নেই রাজ্যসভায়।

বাবর কে?

বাবর কে?

বাবর কে? এবিষয়ে সরসংঘচালক সঠিকভাবেই ব্যাখ্যা করেছেন। বাবর ছিলেন আক্রমণকারী। যিনি শুধুমাত্র হিন্দুদের ওপর অত্যাচার করেননি, মুসলিমদের ওপরও অত্যাচার করেছিলেন। কিন্তু প্রভু রামচন্দ্র একজন ভারতীয়। তাঁকে দেবতা জ্ঞানে সারা ভারতেই পুজো করা হয়। এখন যেখানে রামমন্দির রয়েছে, সেখানে তারা একটি বড় রামমন্দির তৈরি করতে চান বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

শিবসেনার প্রশ্ন

শিবসেনার প্রশ্ন

রাজ্যে এবং কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকা সত্ত্বেও অযোধ্যায় রামমন্দির তৈরি না হওয়ায় শিবসেনা বিজেপিকে ক্রমাগত নিশানা করে চলেছে। এপ্রসঙ্গে সঞ্জয় রাউত বলেন, কেউই এই ধরনের সংখ্যাগরিষ্ঠতা পাবে না। বিজেপিকে উদ্দেশ্য করে তাঁর প্রশ্ন, কেন তারা বলছে না।

'ভরসা' সুপ্রিম কোর্টই

'ভরসা' সুপ্রিম কোর্টই

প্রশ্নের উত্তরে ফরণবিশ বলেছেন, দুটো উপায়ে রামমন্দির তৈরি করা যায়। প্রথমটি হল, যদি সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে নির্দেশ দেয়। দ্বিতীয়টি হল, আইন প্রণয়ন করে। কিন্তু তা করতে গেলে যা দরকার, সেই পর্যাপ্ত সংখ্যা তাদের হাতে নেই। ফরণবিশের পাল্টা প্রশ্ন, আপনারা কি মনে করেন কংগ্রেস রামমন্দিরকে সমর্থন করবে? কমিউনিস্টরা কি মন্দির সমর্থন করবে? মায়াবতী, মূলায়ম সিং যাদব, লালুপ্রসাদ কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় কি রাম মন্দির সমর্থন করবেন? বিষয়টি হল, আইন তৈরি করতে গেলে সংখ্যার দরকার। রাজ্যসভায় সেই সংখ্যাটাই তাদের সঙ্গে নেই বলে স্পষ্ট করেছেন বিজেপি শাসিত মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী।

সোমনাথ হয়েছিল সংখ্যা থাকায়

সোমনাথ হয়েছিল সংখ্যা থাকায়

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, অতীতে যখন সংখ্যা তাদের সঙ্গে ছিল, দল অনেক কিছু করেছে। সোমনাথে তারা মন্দির তৈরি করেছেন। সেই সময় তাদের সঙ্গে সংখ্যা ছিল।

ছবি সৌজন্য: পিটিআই

English summary
We Want a Bigger Ram Temple, But Don't Have The Numbers, says Devendra Fadnavis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X