ভুলের জন্য কোনও সম্প্রদায়কে আলাদা নয়! স্বয়ংসেবকদের কাছে বিদেশি পণ্য ব্যবহার না করার আর্জি ভাগবতের
ভুলের জন্য কোনও সম্প্রদায়কে আলাদা করা চলবে না। পাশাপাশি বাইরের কোনও শক্তিকেও পরিস্থিতির সুযোগ নিতে দেওয়া চলবে না। এক ভিডিও বার্তায় আরএসএস সদস্যদের উদ্দেশে এমনটাই বললেন মোহন ভাগবত। প্রসঙ্গত তবলিঘ-ই-জামাতের জন্য দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে বলেও অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই ভাগবতের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।

কয়েকজনের দোষে পুরো সম্প্রদায়কে দোষ নয়
আরএসএস সদস্যদের উদ্দেশে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনের। তিনি বলেন আমাদের মনে রাখতে হবে, যদি কয়েকজন ভয়ে কী করতে হবে তা অনুসরণ না করেন, তাহলে পুরো সম্প্রদায়কে দোষ দেওয়া যায় না।

দেশ ভাঙার ষড়যন্ত্র চলছে
মোহন ভাগবত অভিযোগ করে বলেন, মহামারীর সুযোগ নিয়ে দেশ ভাগের চক্রান্ত চলছে। করোনা ভাইরাসের মোকাবিলায় যেহেতু সহযোগিতা প্রয়োজন, তাই মানুষকে এইসব ষড়যন্ত্র থেকে দূরে থাকতে হবে। এই পরিস্থিতিতে মানুষের মধ্যে ভেদাভেদ থাকলে চলবে না, মন্তব্য করেছেন আরএসএস প্রধান।

৫ জনের ১ জন আক্রান্ত তবলিঘ-ই-জামাতের সঙ্গে যক্ত
সরকারি সূত্র থেকে দাবি করা হচ্ছে সারা দেশে আক্রান্তদের ৫ জনের একজন তবলিঘ-ই-জামাতের সঙ্গে যুক্ত। মার্চমাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে দিল্লির নিজামুদ্দিনে তবলিঘ-ই-জামাতের জমায়েত হয়েছিল। সেখান থেকেই সারা দেশে করোনা ছড়িয়েছে বলে অভিযোগ করছেন অনেকে।
ভাগবত বলেছেন, দেশ করোনা ভাইরাস নিয়ে অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় কমিউনিটি লিডারদের সহযোগিতা জরুরি বলেও মনে করেন তিনি।

ভারতকে নতুন করে গড়ার কাজ শুরু হবে
ভাগবত বলেছেন সংকতট কাটলে ভারতকে নতুন করে গড়ার কাজ শুরু হবে। উন্নয়নের নতুন মডেল নিয়ে এগিয়ে যেতে হবে বলেও জানিয়েছেন তিনি। ভাগবত বলেন চেষ্টা করতে হবে, আমদানি করা জিনিস ব্যবহার না করতে। দেশিয় জিনিসের উপর নির্ভরতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।