For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমাদের সরকারের প্রশংসা করা উচিত', বুলন্দশহর হিংসা নিয়ে চরম তোপ যোগীর

কিছুদিন আগই উত্তরপ্রদেশের বুলন্দশহরে গোরক্ষক ইস্যুতে হিংসার ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকার।

  • |
Google Oneindia Bengali News

কিছুদিন আগই উত্তরপ্রদেশের বুলন্দশহরে গোরক্ষক ইস্যুতে হিংসার ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। ঘটনায় মৃত্যু হয় এক পুলিশ অফিসারের। যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় বিভিন্ন বিরোধীদল। এবার সেই হিংসার ঘটনা নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ।

আমাদের সরকারের প্রশংসা করা উচিত, বুলন্দশহর হিংসা নিয়ে চরম তোপ যোগীর

বুলন্দশহরের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা হিসাবে উল্লেখ করেন যোগী। পাশাপাশি, তার দাবি গোটা ঘটনায় উত্তরপ্রদেশ প্রশাসন যেভাবে পদক্ষের নিয়েছে তা প্রশংসনীয়। এদিন, যোগী আদিত্যনাথ বলেন, 'নিজেদের ব্যর্থতা ঢাকতে অনেকে অযাচিতভাবে মন্তব্য করেছেন, তাঁদের উচিত সরকারের প্রশংসা করা, উচিত সরকারকে ধন্যবাদ দেওয়া।' উল্লেখ্য, এদিন বুলন্দশহর কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারি, তথা পুলিশ অফিসারের খুনির গ্রেফতারি নিয়েও প্রশ্নের মুখে পড়েন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর সেই সমস্ত প্রশ্নের জবাবে এই মন্তব্যটি করেন তিনি।

[আরও পড়ুন;বিজেপি কি গ্রিন সিগন্যাল পাবে বঙ্গে! হাইকোর্টে রথযাত্রার ভাগ্য নির্ধারণ বৃহস্পতিবার][আরও পড়ুন;বিজেপি কি গ্রিন সিগন্যাল পাবে বঙ্গে! হাইকোর্টে রথযাত্রার ভাগ্য নির্ধারণ বৃহস্পতিবার]

এর আগে, বলন্দশহর কাণ্ডকে 'দুর্ঘটনা তত্ত্ব' দিয়ে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েন যোগী আদিত্যনাথ। এরপর ফের একবার এই হিংসার ঘটনা নিয়ে এদিন মুখ খেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

[আরও পডু়ন;রাজ্য মন্ত্রিসভায় চার নতুন মুখ! লোকসভার অঙ্কে বড় রদবদলে উদ্যোগী হলেন মমতা][আরও পডু়ন;রাজ্য মন্ত্রিসভায় চার নতুন মুখ! লোকসভার অঙ্কে বড় রদবদলে উদ্যোগী হলেন মমতা]

English summary
We Should Be Praised, Thanked, says Yogi Adityanath On Bulandshahr Criticism.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X