For Quick Alerts
For Daily Alerts
আমাদেরও আত্মসম্মান আছে, দৃষ্টিভঙ্গি বদলাক আমেরিকা,বললেন কমলনাথ

মার্কিন মুলুকে ভারতীয় ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাডেকে অবমাননা প্রসঙ্গে এদিন কমলনাথ বলেন, "ভারত কদলী সাধারণতন্ত্র নয়। দক্ষিণ আমেরিকায় এ ধরনের দেশে আমেরিকা একটা সময় যা খুশি তাই করেছে। সময় বদলেছে। আমেরিকার উচিত নিজেদের দৃষ্টিভঙ্গি বদলানো। দেবযানীকে অপমান করে গোটা দেশকে অপমান করা হয়েছে। আমেরিকা মনে রাখুক, আমাদেরও মান-সম্মান আছে।" তাঁর বক্তব্য, বিদেশমন্ত্রক যা করেছে, ঠিক করেছে। আমেরিকা নিঃশর্ত ক্ষমা না চাইলে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে সরকারকে। স্পষ্টতই ওয়াশিংটনকে একটা বার্তা দেওয়া দরকার।