For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'৭০ বছরে যা করা হয়নি , ৭০ দিনের মধ্যে নয়া সরকার তা করেছে', ৩৭০ নিয়ে লালকেল্লা থেকে শক্তিশেল মোদীর

৩৭০ ধারা নিয়ে বিরোধীদের চরম তোপ মোদীর

  • |
Google Oneindia Bengali News

'ইচ্ছে সকলেরই ছিল, কিন্তু তা পূরণের জন্য এগিয়ে আসবার সাহস কারোর হয়নি।' ৭৩ তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণে এভাবেই এদিন ঝাঁঝালো বক্তব্য পেশ করেন জাতীয় উদ্দেশে। কেন জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়, ও কেন তা কাশ্মীরিদের পক্ষে হিতকর, তা নিয়ে বক্তব্য, রেখে এদিন একাধিক প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদী।

'৭০ বছরে যা হয়নি ৭০ দিনের মধ্যে করা হয়েছে'

এদিন নরেন্দ্র মোদী লালকেল্লায় জাতীয় উদ্দেশে ভাষণে ৩৭০ ধারার প্রসঙ্গ তুলেই জানান, সর্দার বল্লভভাই প্যাটেলেন ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন পূরণে প্রথম ধাপ হচ্ছে কাশ্মীর থেকে ধারা ৩৭০ তুলে নেওয়া। সারা দেশের মতো কাশ্নীরিরাও এবার সমানাধিকার পাবেন ভারতে। এই ধারা গত ৭০ বছরে তুলতে পারেনি কোনও সরকার। তবে দ্বিতীয় মোদী সরকার মসনদে এসেই ১০ সপ্তাহ তথা ৭০ দিনের মাথায় তা করে ফেলেছে।

'ইচ্ছে সবার ছিল সাহস করেনি কেউ'

'ইচ্ছে সবার ছিল সাহস করেনি কেউ'


এদিন মোদী নিজের ভাষণে বলেন, ভারতের সংসদের দুটি কক্ষেই পাশ হয়েছে ৩৭০ ধারা তুলে নেওয়া সংক্রান্ত বিল। অর্থাৎ এই ধারা তুলে নেওয়ার পক্ষে মনে মনে মতামত পোষণ করেছেন অনেকেই। তবে কে এই ধারা তোলার বিষয়ে এগিয়ে আসবে, তা নিয়ে ছিল সংকোচ। আর নতুন সরকার এসেই সেই স্বপ্নকে বাস্তবায়িত করে।

জম্মু ও কাশ্মীরের মানুষের আশা আকাঙ্খা পূরণ

এদিন মোদী বলেন, গোটা দেশের দায়িত্ব জম্মু ও কাশ্মীরের মানুষের আশা আকাঙ্খা পূরণ করার বিষয়ে এগিয়ে আসা। সেখানের দলিত থেকে সাধারণ মানুষ যেন সমস্ত সুখ পান, তার জন্য সকলকে সচেষ্ট হতে হবে বলেও এদিন মোদী লালকেল্লার ভাষণে জানান। লাদাখ, জম্মু ও কাশ্মীরের পুরনো পন্থার জন্য এতদিন মানুষ সেখানে সম্পূর্ণ সুবিধা পাননি। এবার তা পাবেন। স্বাধীনতার পর দেশভাগের সময় যাঁরা জম্মু কাশ্মীরে আসেন, তাঁদের অনেককে পরে এলাকা ছাড়তে হয়। তাঁরাও যেন ফের জম্মু ও কাশ্মীরের সঙ্গে জুড়ে যান, সেই পাহাড়ি মানুষদের জন্যও এদিন বার্তা দেন মোদী।

বিরোধীদের প্রশ্ন


এদিন লালকেল্লা থেকে নিজের ভাষণ মোদী শক্তিশেল ছুড়ে দেন বিরোধীদের প্রতি। তিনি বলেন, ৩৭০ ধারা তুলে নেওয়া যাঁরা সমর্থন করছেন না , বা সরকারের এই পদক্ষেপের বিরোধীতা করছেন, তাঁদের কাছে তাঁর প্রশ্ন, .. ৭০ বছর ধরে যখন সুযোগ ছিল, তাহলে কেন ৩৭০ ধারাকে অস্থায়ী করে রাখা হয় কাশ্মীরে? কেন এই ধারাকে স্থায়ীভাবে লাগু করা হয়নি? মোদী এরপর বলেন, যাঁরা এই সরকারী পদক্ষেপের বিরোধী, তাঁরাও জানেন, যে এই ধারা স্থায়ীভাবে লাগু হলে দেশে সংকট আসবে।

English summary
We have fulfilled Sardar Patel's dream to scrap Article 370, says PM Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X