For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গৌরী লঙ্কেশের খুনে যোগাযোগ নেই, তদন্তে সাহায্যে রাজি এই হিন্দুত্ববাদী সংস্থা

গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে তাদের সংগঠনের কোনও হাত নেই বলে জানাল হিন্দু জনজাগ্রতি সমিতি।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকের বামপন্থী সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে তাদের সংগঠনের কোনও হাত নেই বলে জানাল হিন্দু জনজাগ্রতি সমিতি। উল্টে গৌরী খুনের নিন্দার সরব হয়েছে তাঁরা। পাশাপাশি জানিয়েছে, বিশেষ তদন্তকারী দলকে এই খুনের বিষয়ে সাহায্য করতেও তাঁরা তৈরি।

গৌরী লঙ্কেশ খুনে যোগাযোগ নেই, দাবি এই হিন্দুত্ববাদী সংস্থার

জনজাগ্রতি সমিতির বক্তব্য, হিন্দুত্ববাদী ও বামপন্থীদের মধ্যে আদর্শগত বিরোধকে উপেক্ষা করা যায় না। তাই বলে এই খুনে হিন্দুত্ববাদীদের হাত রয়েছে তা বলা যায় না। সংস্থার মুখপাত্র চেতন রাজহংস বলেছেন, আমরা সবসময় আদর্শ নিয়ে লড়াই করেছি। সিটের সঙ্গে তদন্তে সবরকম সাহায্য করতে রাজি রয়েছি।

রাজহংসের অভিযোগ, কিছু রাজনীতিবিদ, তাত্ত্বিক নেতা ও সাংবাদিক কোনও প্রমাণ ছাড়াই গৌরী লঙ্কেশের মৃত্যুর ঘটনায় হিন্দুত্ববাদীদের দিকে আঙুল তুলছে। যদিও সিট এখনও এই সংগঠনের কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি।

এই হিন্দু জনজাগ্রতি সংস্থা একটি ট্রাস্ট। এদের কোনও মেম্বারশিপ নেই। তবে এদের সাধক রয়েছে। গৌরী লঙ্কেশ হত্যায় এদের কোনও যোগাযোগ রয়েছে কিনা গোয়ার এই সংস্থার বেশ কিছু পরিচিতদের ডেকে জানার চেষ্টা হচ্ছে। এমনকী স্থানীয় পুলিশেরও সাহায্য নেওয়া হচ্ছে। এমনকী সংস্থা গৌরী লঙ্কেশকে নিয়ে সাংবাদিক সম্মেলনে যা বক্তব্য পেশ করেছে তার ভিডিও রেকর্ডিংও পুলিশের হাতে পৌঁছে গিয়েছে।

English summary
We had no role in journalist Gauri Lankesh murder, says Sanatan Sanstha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X