"ভারতীয় রেল থাকতে পাকিস্তানি জঙ্গিদের কী প্রয়োজন", রেলকে তুলোধোনা এমএনএস-এর
মুম্বইয়ে এলফিনস্টোন রেল স্টেশনে পদপিষ্ট হয়ে ২৩ জনের মৃত্যুর খবরে বিরোধী সবকটি দল বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে তুমুল সমালোচনায় বিদ্ধ করেছেন। রেলব্যবস্থার সমালোচনা করে তিনি জানিয়েছেন, এমন রেল ব্যবস্থা থাকলে পাকিস্তানি জঙ্গিদের প্রয়োজন নেই।

রাজ বলেছেন, যাত্রীসুরক্ষায় রেল যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। এমন ব্যবস্থা থাকলে পাকিস্তানি জঙ্গিদের প্রয়োজন নেই। দেশবাসীর প্রাণ নিতে ভারতীয় রেলই যথেষ্ট।
এর পাশাপাশি অবশ্য বুলেট ট্রেন নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েননি এমএনএস প্রধান। বলেছেন, দেশে রেল ব্যবস্থার পরিকাঠামো উন্নয়ন না হলে একটি ইটও বুলেট ট্রেনের জন্য পাততে দেওয়া হবে না।
প্রসঙ্গত, শুক্রবার মুম্বইয়ে রেলস্টেশনের দুর্ঘটনার খবর সামনে আসার পরই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ঘটনায় দুঃখপ্রকাশ করে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। পাশাপাশি রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে মুম্বইয়ের সবকটি রেল স্টেশনের ব্যবস্থা খুঁটিয়ে দেখা হবে।