For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"পাকিস্তানের স্বাধীনতা দিবস কাশ্মীরকে উৎসর্গ করছি", বিতর্কিত মন্তব্য আবদুল বাসিতের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি , ১৪ অগাস্ট: পাকিস্তানে আজ পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। তার মধ্য়েই ছন্দপতন ঘটল পাক হাই কমিশনারের একটি মন্তব্যকে কেন্দ্র করে। এদিন ভাষণ দেওয়ার সময়ে পাকিস্তানের হাই কমিশনার আবদুল বাসিত বলেন, " এবছরের স্বাধীনতা দিবস তারা কাশ্মীরকে উৎসর্গ করছে "। তিনি আরও বলেন, কাশ্মীরকে স্বাধীন করার জন্য তারা লড়াই চালিয়ে যাবেন।[পাক JIT ভারতে গিয়েছে বলেই NIA পাকিস্তান যাবে তার কোনও মানে নেই: পাক হাইকমিশনার]

এই মন্তব্যের পরে দুদেশের মধ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। উল্লেখ্য কাশ্মীর উপত্যকায় জঙ্গি বুরহান ওয়ানি মৃত্যুর পরে দক্ষিণ কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল অগ্নিগর্ভ হয়ে ওঠে। সেই সুযোগকে কাজে লাগিয়ে কাশ্মীর উপত্যকায় হিংসা ছড়ানোর কাজে এক পাক জঙ্গি বাহাদুর আলিকে ব্যবহার করে পাকিস্তান। ধৃত এই জঙ্গি জেরার মুখে তার পাকিস্তান যোগের কথা স্বীকার করে নেয়।[ভারতে সন্ত্রাস ছড়াতে এই ধরনের প্রযুক্তি ব্যবহার পাক জঙ্গিদের]

কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য পাক হাই কমিশনার আবদুল বাসিতের

ভারতের মাটিতে সন্ত্রাস ছড়াতে পাক জঙ্গিদের ব্যবহারের প্রমাণ মেলার পর থেকেই দুদেশের মধ্যে স্নায়ু যুদ্ধ অব্যাহত ছিল। এর মধ্যে পাক হাই কমিশনারের মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আগেই পাকিস্তানকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সীমান্তে হামলা বন্ধ না হলে এবং সন্ত্রাসবাদ প্রসঙ্গে তারা সঠিক সিদ্ধান্ত না নিলে কোনও প্রকার বৈঠকে ভারত যোগ দেবে না। বিগত কয়েকদিন থেকেই পাক অধীকৃত কাশ্মীর থেকে বিভিন্ন অভিসন্ধিতে ভূস্বর্গের শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। [স্বাধীনতা দিবসের আগেই ভারত-পাক সীমান্তে আত্মঘাতী জঙ্গি হামলার আশঙ্কা]

আগামী কাল ভারতে পালিত হবে স্বাধীনতা দিবস। তার আগে কাশ্মীরে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার লক্ষ্যেই পাকিস্তানের পক্ষ থেকে এমন উসকানি মূলক বক্তব্য রাখা হয়েছে বলে মত বিশেষঞ্জদের। তবে বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীর ইস্যুকে কাজে লাগিয়ে যাতে কানোও রকম অস্থিরতা তৈরি করতে না পারে তার জন্য সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।['পাক অধীকৃত কাশ্মীরও জম্মু ও কাশ্মীরের অংশ', সর্বদল বৈঠকে জোরালো দাবি প্রধানমন্ত্রী মোদীর]

English summary
we dedicate this year's independence to kashmir, says abdul basit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X