For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনাও কি হাত ছাড়বে বিজেপির! মহারাষ্ট্রে কোন সমীকরণ স্পষ্ট হচ্ছে

মহারাষ্ট্রের অন্যতম রাজনৈতিক দল শিবসেনা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে রাজ্যে তাঁরাই সবচেয়ে বড় দল।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের অন্যতম রাজনৈতিক দল শিবসেনা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে রাজ্যে তাঁরাই সবচেয়ে বড় দল। বিজেপি নয় রাজ্য রাজনীতিতে তাঁরাই 'বড় দাদা' এভাবেই নিজেদের অবস্থানকে ব্যাখ্যা করেছে শিবসেনা।

সেনাও কি হাত ছাড়বে বিজেপির! মহারাষ্ট্রে কোন সমীকরণ স্পষ্ট হচ্ছে

এদিন সোমবার মহারাষ্ট্রে নিজেদের দলের বিধায়ক-সাংসদদের নিয়ে শিব সৈনিকরা বৈঠক করেছে। তারপরই দলের নেতা সঞ্জয় রাউত জানিয়ে দেন মহারাষ্ট্রে এনডিএ জোটে তাঁরাই বড়দা। আগেও ছিলেন, এখনও আছেন।

রাউত দাবি করেন, আয়করের সীমান বাড়িয়ে ৮ লক্ষ করে দেওয়া উচিত। উচ্চবর্ণের পিছিয়ে পড়া মানুষের সংরক্ষণের বিষয়টিও এখনই সরকারের দেখা উচিত। আলোচনায় মহারাষ্ট্রের খরা ও রাফালে চুক্তি নিয়েও আলোচনা হয়েছে।

[আরও পড়ুন:রোহিঙ্গা ইস্যুতে কেন্দ্রকে ধমক সুপ্রিম কোর্টের, আটকে রাখা নিয়ে কড়া নির্দেশ ][আরও পড়ুন:রোহিঙ্গা ইস্যুতে কেন্দ্রকে ধমক সুপ্রিম কোর্টের, আটকে রাখা নিয়ে কড়া নির্দেশ ]

সাম্প্রতিক সময়ে একদিকে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে যেমন রাহুল গান্ধীর প্রশংসা করেছেন, তেমনই রাম মন্দির ইস্যুতে কেন্দ্রকে কড়া আক্রমণ শানিয়েছেন। এনডিএ ছেড়ে পুরোপুরি শিবসেনা বেরিয়ে না এলেও সেই পরিস্থিতি তৈরি হতেই পারে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন:কর্ণাটকে অচলাবস্থা কং-জেডিএস জোটে! সুযোগ কি তুলতে পারল বিজেপি ][আরও পড়ুন:কর্ণাটকে অচলাবস্থা কং-জেডিএস জোটে! সুযোগ কি তুলতে পারল বিজেপি ]

২০১৪ সালের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে বিজেপি-শিবসেনা জোট ৪১টি আসন পায়। তার মধ্যে শিবসেনা ১৮টি আসন পেয়ে জয়লাভ করে।

English summary
We are the big brother in Maharashtra, says Shiv Sena to BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X