For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামায় হামলা, ভেদাভেদ ভুলে মোদী সরকারের পাশে থাকার বার্তা রাহুল গান্ধীর

রাজনৈতিক দূরত্ব ও ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে কাজ করতে পারে, সেই দৃষ্টান্ত অতীতে বহুবার দেখা গিয়েছে। রাহুল গান্ধী সেই পরস্পরাকেই এগিয়ে নিয়ে গেলেন।

  • |
Google Oneindia Bengali News

রাজনৈতিক দূরত্ব ও ভেদাভেদ যাই থাক, দেশের সঙ্কটে সমস্ত দল যে এক হয়ে কাজ করতে পারে, সেই দৃষ্টান্ত অতীতে বহুবার দেখা গিয়েছে। রাহুল গান্ধী সেই পরস্পরাকেই এগিয়ে নিয়ে গেলেন। পুলওয়ামায় বৃহস্পতিবার পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর হামলায় ৪০ জনের বেশি জওয়ান প্রাণ হারিয়েছেন। সেই ঘটনায় সারা দেশ শোকগ্রস্ত। এখন সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছে। মুখ্য বিরোধী দল কংগ্রেসও সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, 'এটা দুঃখের সময়, সমবেদনা ও সম্মাননা জানানোর সময়। আমরা ভারত সরকার ও নিরাপত্তা বাহিনীর পাশে সম্পূর্ণ রূপে আছি। এর বাইরে আর কিছু বলার নেই।' ভারতীয় ঐক্য ও সংষ্কৃতিতে ফের একবার ওপরে তুলে ধরে সঙ্কটের মুহূর্তে যোগ্য বিরোধী দলের ভূমিকা নিয়ে নিজের সংক্ষিপ্ত অথচ স্পষ্ট বার্তা জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

এটা ভয়ঙ্কর ঘটনা। যে ধরনের হিংসা আমাদের সেনার ওপরে দেখানো হয়েছে তা অনভিপ্রেত। আমরা সেনাদের পাশে রয়েছি। কোনও শক্তি এই দেশকে ভাঙতে বা আলাদা করতে পারবে না।

[আরও পড়ুন: 'দেশবাসীর রক্ত গরম হচ্ছে, সুরক্ষাবাহিনীকে সমস্ত ছাড় দেওয়া রয়েছে', বার্তায় কোন ইঙ্গিত মোদীর][আরও পড়ুন: 'দেশবাসীর রক্ত গরম হচ্ছে, সুরক্ষাবাহিনীকে সমস্ত ছাড় দেওয়া রয়েছে', বার্তায় কোন ইঙ্গিত মোদীর]

মনমোহন সিংও বলেন, এটা শোকের সময়। আমাদের দেশ ৪০জন জওয়ানরে হারিয়েছে। আমাদের কর্তব্য হল, সেই জওয়ানদের পরিবারের পাশে থাকা। আমরা আছি, সেই বার্তা দেওয়া। জঙ্গিদের কাছে আমরা কখনও মাথা নোয়াব না। স্পষ্ট ভাষায় জানিয়েছেন মনমোহন সিং।

[আরও পড়ুন: তিন কিস্তিতে পাকিস্তান একঘরে হবে গোটা বিশ্বে, জানুন কি সেই মোক্ষম রণকৌশল ভারতের ][আরও পড়ুন: তিন কিস্তিতে পাকিস্তান একঘরে হবে গোটা বিশ্বে, জানুন কি সেই মোক্ষম রণকৌশল ভারতের ]

English summary
We are fully supporting the govt of India, says Rahul Gandhi mentioning Pulwama attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X