For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেন চলবে জমা জলেও! যা ব্যবস্থা নিল ভারতীয় রেল

মুম্বইয়ে এবার চলবে ওয়াটার প্রুফ ইঞ্জিন। সেন্ট্রাল রেলের তরফে এমনটাই জানানো হয়েছে। এদিকে, রেলের জোনের কাজের পর্যালোচনা করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ে এবার চলবে ওয়াটার প্রুফ ইঞ্জিন। সেন্ট্রাল রেলের তরফে এমনটাই জানানো হয়েছে। এদিকে, রেলের জোনের কাজের পর্যালোচনা করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। পরিচ্ছন্নতা ও আরামদায়ক ভ্রমণের ওপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে, তেলেঙ্গানায় রেলের পরিকাঠামো জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

ট্রেন চলবে জমা জলেও! যা ব্যবস্থা নিল ভারতীয় রেল

সেন্ট্রাল রেলের তরফে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবছরের ভরা বর্যায় মুম্বইয়ের রেললাইন জলে ডুবে যায়। ব্যাহত হয় পরিষেবা। সেন্ট্রাল রেলের তরফে জানানো হয়েছে, তারা শীঘ্রই ওয়াটার প্রুফ ইঞ্জিন বাজারে আনবে। যা লাইনে ১২ ইঞ্চি জলেও চলাচল করতে পারবে বলে দাবি করা হয়েছে। এই ইঞ্জিনে যেমন লোকাল ট্রেন চালানো যাবে, ঠিক তেমনই দূরের ট্রেনও চালানো যাবে। লাইনে জমা জলকে উপেক্ষা করেই এই ইঞ্জিন চলবে।

রেলে জোনগুলির কাজ উন্নত করতেও পদক্ষেপ নিয়েছেন রেলমন্ত্রী। সম্প্রতি নর্থ সেন্ট্রাল রেল, নর্থ ইস্টার্ন রেল, ইস্ট সেন্ট্রাল রেলের জেনারেল ম্যানেজার এবং অন্য অফিসারদের বৈঠকে কাজের পর্যালোচনা করা হয়। কাজে নিয়মানুবর্তিতা এবং রক্ষণাবেক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।

তেলেঙ্গানায় রেলের পরিকাঠামো গড়ে তোলার ওপর জোর দিয়েছে ভারতীয় রেল। কাঁচিগুডা থেকে নিজামাবাদের মধ্যে নতুন একটি প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধনও করা হয়েছে। একইসঙ্গে যাত্রীদের সুবিধার জন্য ফুট ওভারব্রিজ, বায়ো টয়লেটের মতো একাধিক সুবিধামূলক প্রকল্পও নেওয়া হয়েছে। ভারতীয় রেলের তরফে তেলেঙ্গানার জন্য ১,৮১৩ কোটি টাকার বিনিয়োগের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। এনডিএ সরকার গত একবছরে ২৫৮ কোটি টাকা খরচও করেছে।

রাষ্ট্রায়ত্ত নেভেলি লিগনাইট কর্পোরেশনের তরফ থেকে তিনটি ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্রোজেক্ট জাতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

English summary
Waterproof engines on Mumbai suburban railways to tackle heavy rainfall
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X