For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাইনাস ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের পাইপে শুধুই বরফ! কোথায় ঘটছে এমন

ক্রমাগত তাপমাত্রার পারদ নামছে ভূস্বর্গ কাশ্মীরে। আপাতত মাইনাস ৬.২ ডিগ্রি পারদের অঙ্ক নিয়ে বরফের চাদরে ঢেকেছে কাশ্মীর।

  • |
Google Oneindia Bengali News

ক্রমাগত তাপমাত্রার পারদ নামছে ভূস্বর্গ কাশ্মীরে। আপাতত মাইনাস ৬.২ ডিগ্রি পারদের অঙ্ক নিয়ে বরফের চাদরে ঢেকেছে কাশ্মীর। দিনের পর দিন পড়ে যাওয়া তাপমাত্রার জেরে সেখানে যতটা ঠান্ডা তার চেয়েও বেশি কষ্টকর পরিস্থিতি তৈরি হয়েছে জলকষ্ট ঘিরে। কারণ গোটা কাশ্মীরে আপাতত বরফে পরিণত হয়েছে জল।

কী পরিস্থিতি ভূস্বর্গে?

কী পরিস্থিতি ভূস্বর্গে?

ভূস্বর্গের গর্ব ডাল লেক আপাতত বরফের চাদরে নিজেকে মুড়ে ফেলেছে। মাইনাস ৬.২ ডিগ্রি তাপমাত্রা গোটা শ্রীনগর জুড়ে । সেখানে শুধু কাশ্মীর উপত্য়কা নয়, লাদাখেও তাপমাত্রার পারদ ক্রমাগত নামতে শুরু করেছে।

জলকষ্ট উপত্যকায়

জলকষ্ট উপত্যকায়

যেহেতু তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে গিয়েছে, তাই সেখানে একের পর এক জলের পাইপ লাইন বসে যেতে শুরু করেছে। পাইপলাইন জুড়ে শুধুই এখন বরফ। আর তার জেরেই জল মিলতে অসুবিধায় পড়েছেন কাশ্মীরের মানুষ।

'চিল্লাই কালান' কাশ্মীরে

'চিল্লাই কালান' কাশ্মীরে

কাশ্মীরে আপাতত 'চিল্লাই কালান ' চলছে। মনে করা হয়, এই সময়ের মধ্যেই কাশ্মীরে সবচেয়ে বেশি প্রবণা থাকে বরফপাতের। আর সেরকমই পরিস্থিতি এখন তৈরি হয়েছে ভূস্বর্গে। এমন সময়েই কাশ্মীরে তাপমাত্রা পড়তে শুরু করে। সেটাই এখন চলছে কাশ্মীর জুড়ে।

English summary
Water Supply Lines Freezes in Kshmir with minus 26 degree temparature .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X